মুক্তি পেলো ‘পাগলের মতো ভালোবাসি’


বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে শাপলা মিডিয়ার নির্মিত চলচ্চিত্র ‘পাগলের মতো ভালোবাসি’ মুক্তি পেয়েছে। ১৯ ফেব্রুয়ারি শুক্রবার রাজধানী ঢাকাসহ নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, যশোর, সিলেটসহ দেশের প্রধান প্রধান প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়েছে।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মো. আতিকুর রহমান লাভলু। সিনেমার কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ শাহীন সুমনের।
এ চলচ্চিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অধরা খান। তার বিপরীতে আছেন দুই নায়ক আসিফ নূর ও সুমিত সেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- জয় রাজ, সাদেক বাচ্চু ও কমল পাটেকার।
দেশের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার পরিবেশনায় রোমান্টিক ও অ্যাকশন ঘরানার গল্পের চলচ্চিত্রটি দর্শক হৃদয়ে ভিন্ন আমেজ সৃষ্টি করবে।
চলচ্চিত্রটি ঢাকার চিত্রামহল সিনেমা, আনন্দ সিনেমা, বি জি বি সিনেমা হল, গীত সিনেমা, সেনা সিনেমা হলে মুক্তি দেয়া হয়েছে।
এছাড়াও নিউ গুলশান সিনেমা (জিঞ্জিরা), বর্ষা সিনেমা (জয়দেবপুর), চাঁদমহল সিনেমা (কাঁচপুর), মমতা সিনেমা (মাধবদী), সেনা সিনেমা (নবীনগর সাভার), নন্দিতা সিনেমা (সিলেট), সুগন্ধা সিনেমা (চট্টগ্রাম), মনিহার সিনেমা (যশোর), বনলতা সিনেমা (ফরিদপুর), লিবার্টি সিনেমা (খুলনা), সংগীতা সিনেমা (খুলনা), মালঞ্চ সিনেমা (টাংগাইল), নিউ মেট্রো সিনেমা (নারায়ণগঞ্জ) পেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে।
ভয়েস টিভি/এসএফ
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মো. আতিকুর রহমান লাভলু। সিনেমার কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ শাহীন সুমনের।
এ চলচ্চিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অধরা খান। তার বিপরীতে আছেন দুই নায়ক আসিফ নূর ও সুমিত সেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- জয় রাজ, সাদেক বাচ্চু ও কমল পাটেকার।
দেশের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার পরিবেশনায় রোমান্টিক ও অ্যাকশন ঘরানার গল্পের চলচ্চিত্রটি দর্শক হৃদয়ে ভিন্ন আমেজ সৃষ্টি করবে।
চলচ্চিত্রটি ঢাকার চিত্রামহল সিনেমা, আনন্দ সিনেমা, বি জি বি সিনেমা হল, গীত সিনেমা, সেনা সিনেমা হলে মুক্তি দেয়া হয়েছে।
এছাড়াও নিউ গুলশান সিনেমা (জিঞ্জিরা), বর্ষা সিনেমা (জয়দেবপুর), চাঁদমহল সিনেমা (কাঁচপুর), মমতা সিনেমা (মাধবদী), সেনা সিনেমা (নবীনগর সাভার), নন্দিতা সিনেমা (সিলেট), সুগন্ধা সিনেমা (চট্টগ্রাম), মনিহার সিনেমা (যশোর), বনলতা সিনেমা (ফরিদপুর), লিবার্টি সিনেমা (খুলনা), সংগীতা সিনেমা (খুলনা), মালঞ্চ সিনেমা (টাংগাইল), নিউ মেট্রো সিনেমা (নারায়ণগঞ্জ) পেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ