শকুন দুটি যাবে সাফারি পার্কে


উদ্ধার হওয়া শকুন দুটি বনবিভাগের কাছে হস্তান্তর করেছে নীলফামারীর জলঢাকার খুটামারা ইউনিয়ন পরিষদ। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জলঢাকা উপজেলা বন কর্মকর্তা রেজাউল ইসলামের কাছে শকুন দুটি হস্তান্তর করেন পরিষদের সচিব গুলজার হোসেন।
পরে এগুলো রংপুর বিভাগীয় বন কর্মকর্তার কাছে পাঠায় উপজেলা বনবিভাগের কর্মকর্তা।
খুটামারা ইউনিয়ন পরিষদ সচিব গুলজার হোসেন জানান, ইউএনও স্যারের নির্দেশে ইউনিয়নের বামনাবামনি এলাকা থেকে গ্রাম পুলিশের সহায়তায় এগুলো উদ্ধার করে পরিষদের নিয়ে আসা হয়। পরে হস্তান্তর করা হয় বনবিভাগে।
উপজেলা বন কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে শকুন দুটি আটকে যায় বামনাবামনি এলাকায়। হয়তো এগুলো ভারত থেকে এসেছিলো। সেখানে শকুন দুটি জাল দিয়ে আটক করেন স্থানীয়রা। পাখি দুটি সুস্থ রয়েছে তবে আরও চিকিৎসা দিয়ে সাফারি পার্কে হস্তান্তর করা হবে।
তিনি জানান, আমরা এখান থেকে রংপুরে প্রেরণ করেছি, সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: ২২৬দিন পর খুলছে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক
ভয়েস টিভি/এসএফ
পরে এগুলো রংপুর বিভাগীয় বন কর্মকর্তার কাছে পাঠায় উপজেলা বনবিভাগের কর্মকর্তা।
খুটামারা ইউনিয়ন পরিষদ সচিব গুলজার হোসেন জানান, ইউএনও স্যারের নির্দেশে ইউনিয়নের বামনাবামনি এলাকা থেকে গ্রাম পুলিশের সহায়তায় এগুলো উদ্ধার করে পরিষদের নিয়ে আসা হয়। পরে হস্তান্তর করা হয় বনবিভাগে।
উপজেলা বন কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে শকুন দুটি আটকে যায় বামনাবামনি এলাকায়। হয়তো এগুলো ভারত থেকে এসেছিলো। সেখানে শকুন দুটি জাল দিয়ে আটক করেন স্থানীয়রা। পাখি দুটি সুস্থ রয়েছে তবে আরও চিকিৎসা দিয়ে সাফারি পার্কে হস্তান্তর করা হবে।
তিনি জানান, আমরা এখান থেকে রংপুরে প্রেরণ করেছি, সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: ২২৬দিন পর খুলছে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ