Printed on Thu Aug 11 2022 9:29:41 PM

মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার বিরুদ্ধে মামলা করল দাদি

ময়মনসিংহ প্রতিনিধি
সারাদেশ
পুলিশে
পুলিশে
ময়মনসিংহের হালুয়াঘাটে ১৫ বছর বয়সী নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোস্তফা (৪০) নামে এক পাষণ্ড পিতার বিরুদ্ধে। এ ঘটনায় ওই পিতাকে আটক করেছে পুলিশ।

২৭ জুন রোববার বিকেলে মোস্তফার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন মোস্তফার মা। এর আগে গত ২২ জুন দুপুরে উপজেলার আমতৈল ইউনিয়নের চকেরকান্দা গ্রামের নিজের বসতঘরে এ ঘটনা ঘটে।

বিষয়টি ভয়েস টিভিকে নিশ্চিত নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

অভিযুক্ত মোস্তফার দুই চাচা জানান, মোস্তফা প্রায় সময় নেশা করতো। এজন্য পারিবারিক কলহের জেড়ে প্রায় ৮ বছর আগে তার স্ত্রী সংসার ছেড়ে চলে যায়। ওই মেয়েসহ মোস্তফার আরও দুই ছেলে রয়েছে। তবে, বেশ কিছুদিন ধরে মোস্তফা তার মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করত। কিন্তু কেন এমন করতো কেউ বুঝতে পারিনি।

রোববার সকালে মা আমাকেসহ কয়েকজনকে ধর্ষণের বিষয়টি খুলে বলেন। আমি তাৎক্ষণিক স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানাই। পরে গ্রামবাসী মিলে মোস্তফাকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিই।

১৫ বছর বয়সী ওই তরুণী বলেন, গত মঙ্গলবার দুপুরে আমাদের বাড়িতে কেউ ছিলো না। এই সুযোগে বাবা আমাকে জোর করে ধর্ষণ করে। এ ঘটনা যেন কাউকে না বলি সেজন্য বাবা আমাকে শারীরিক নির্যাতন করে। গতকাল শনিবার আমার কাকার বাড়িতে গিয়েছিলাম। সেজন্য আমার বাবা আমাকে ইচ্ছে মতো মারধর করেছে। পরে আমি আমার দাদীকে সব ঘটনা বলেছি। এতে আমার দাদা কাইয়ুম, মিজান ও প্রতিবেশীরা এসে আমার বাবাকে আটক করে রাখে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, রোববার সকালে স্থানীয়দের কাছে বিষয়টি জানতে পারি। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ঘটনাটির সত্যতা পেয়েছি। পরে থানা পুলিশকে জানানোর পর পুলিশ এসে মোস্তফাকে আটক করে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ইসরাত জাহান জানান, দুপুরে পুলিশ ওই তরুণীকে নিয়ে হাসপাতালে এসেছিল। মেয়ের পায়ে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ডিএনএ টেস্টের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য বলেছি।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, রোববার বিকেলে মোস্তফার মা (তরুণীর দাদি) বাদী হয়ে মোস্তফার বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আগামীকাল সোমবার সকালে মোস্তফাকে আদালতে তোলা হবে। সেই সাথে ওই তরুণীর ডিএনএ টেস্টের জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/47610
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ