Printed on Tue Apr 13 2021 7:31:32 PM

ভূতুরে পাখি পোটো

অনলাইন ডেস্ক
বিশ্ব
পোটো
পোটো
সাধারণত পাখির মতো সূচালো ঠোঁট নয়। সবুজ পাতায় মোড়া গাছের ডালে বসার চাইতে গাছের শুকনো, ভাঙা ডালে বসে থাকতেই পছন্দ করে এই পাখি।

এই পাখিকে হঠাৎ করে দেখলে যে কেউ চমকে উঠবেন দিনের আলোতেও। আর অন্ধকারে এর ডাক গায়ে শিহরণ জাগিয়ে তুলবে। এরা নিশাচর। সম্প্রতি কলম্বিয়ার চিবোলো শহরে এই পাখির দেখা মেলে। ১৫ বছর পর গত ডিসেম্বরে এই পাখির দেখা মিলেছিল। সম্প্রতি সেই পাখিটির ভিডিও ভাইরাল হয়েছে।

পাখিটির নাম পোটো। অনেকে একে গোস্ট বার্ড বা ভূতুরে পাখি বলেও ডাকেন। অদ্ভুতদর্শন এবং ভয়ঙ্কর ডাকের জন্যই এমন নাম। মূলত মধ্য এবং দক্ষিণ আমেরিকায় এ পাখির দেখা মেলে। আগে অবশ্য ইউরোপেও দেখা মিলত এদের।

পোটো

রাত হলেই কীট-পতঙ্গ শিকার করে এরা জীবন ধারণ করে। আর দিনে কোনও গাছের ভাঙা ডালের একেবারে মগডালে বসে সময় কাটায়। শিকারিদের হাত থেকে নিজেদের রক্ষা করার এটাই একমাত্র উপায় পোটো পাখিদের।

পোটো পাখিদের গায়ের রং এবং দেহের আকার এমনই যে গাছের শুকনো বা ভাঙা ডালের সঙ্গে খুব সহজেই মিশে যেতে পারে তারা। দীর্ঘক্ষণ কোনওরকম নড়াচড়া না করেই থাকতে পারে এরা। ফলে দূর থেকে দেখে তাদের গাছের ডালই মনে হয়।

পোটো পাখিদের আরও একটি বিশেষত্ব হল এরা বাসা বাঁধতে পারে না। গাছের ডালের কোনও কোঠরেই ডিম পাড়ে। সেই ডিম ফুটিয়ে বাচ্চা বের করার দায়িত্ব মূলত থাকে পুরুষ পাখির ওপর। সারা দিন পুরুষ পোটো পাখি ডিমের পাহারা দেয়।

আর রাত হলে মা পাখি এবং বাবা পাখি দায়িত্ব ভাগ করে নেয়। তারা ভাগাভাগি করে ডিম পাহারা দেয় এবং শিকার ধরে।

পোটো

কলম্বিয়ার চিবোলো শহরে এক নারীর হঠাৎ নজরে পড়ে ওই পাখিটি। দিনের বেলায় একটি গাছের ডালের উপর চুপ করে বসেছিল।

প্রথমে ওই নারীও কাঠ ভেবেই ভুল করেছিলেন। কাছে যেতেই পাখিটি চোখ খুলে ডাকতে শুরু করে। কিছু ক্ষণের জন্য ঘাবড়ে যান তিনি।

তারপরই ওই পোটো পাখির ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/38901
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ