প্রজাপতি থেকে আয়


কোস্টারিকায় রয়েছে ১৫ হাজার প্রজাতির প্রজাপতি। যা দেশটিকে অনন্য করে তুলেছে। সম্প্রতি কোস্টারিকার এক নাগরিক তাদের এই সম্পদ থেকে আয়ের চিন্তা করে। আর তারপরেই প্রজাপতি রফতানির উদ্যোগ নেয়। এখন বছরে দেশটি প্রজাপিত রফতানি করেই কয়েক শ কোটি মার্কিন ডলার আয় করছে।
মারাত্মক এক রোগে আক্রান্তের পর কোস্টারিকার জেনি ভিকেস চাকরি হারান। প্রজাপতির প্রতি তার ভালোবাসা ছিল আগে থেকেই। আর তাতেই নতুন সম্ভাবনা খুঁজে পেলেন। এরপর প্রজাপতি প্রজননের কথা ভাবতে থাকেন। পরে প্রজাপতির প্রজননে সময় দিতে শুরু করেন।
তিনি বলেন, ‘এগুলো জীবন ও চলমান পরিবর্তনশীলতার প্রতীক। প্রজাপতির মধ্যে সবসময় পরিবর্তন ঘটছে। ডিম থেকে শূককীট, তারপর শুঁয়োপোকা এবং শেষে প্রজাপতি হয়ে উড়ে যায়। কিন্তু সেটির জীবন সবচেয়ে ক্ষণস্থায়ী।’
জেনির মতো কোস্টারিকার প্রায় ৪০০ পরিবার উষ্ণমণ্ডলীয় প্রজাপতির প্রজনন করে।
রপ্তানি কোম্পানি স্যারহিয়ো সিলেস জানায়, ‘প্রজাপতি কোথায় যায়, তাদের কীভাবে কাজে লাগানো হয়, আমরা সেদিকে খেয়াল রাখি। আমরা শুধু রফতানির স্বার্থেই রফতানি করতে পারি না। প্রাণীগুলোর সঙ্গে কেমন আচরণ করা হয়, তা আমাদের জানতে হয়। আমাদের কোম্পানিতে এই নৈতিক মানদণ্ড রয়েছে। অন্যান্য রফতানিকারীদেরও আমরা সেই মূল্যবোধ শেখানোর চেষ্টা করি। প্রজাপতি আসলে সৌন্দর্য ও আমাদের দেশের প্রকৃতির দূত। সে কারণে আমাদের নিশ্চিত হতে হবে, যে দূরের দেশে গিয়েও প্রজাপতি যেন সেই দায়িত্ব পালন করতে পারে।’
এই একটি কোম্পানিই সপ্তাহে প্রায় ৭০টি প্রজাতির ৩০,০০০ গুটিপোকা রফতানি করে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপের বিভিন্ন বোটানিকাল গার্ডেন ও প্রজাপতি সংগ্রহশালা কোম্পানির প্রধান ক্রেতা।
ভয়েস টিভি/এসএফ
মারাত্মক এক রোগে আক্রান্তের পর কোস্টারিকার জেনি ভিকেস চাকরি হারান। প্রজাপতির প্রতি তার ভালোবাসা ছিল আগে থেকেই। আর তাতেই নতুন সম্ভাবনা খুঁজে পেলেন। এরপর প্রজাপতি প্রজননের কথা ভাবতে থাকেন। পরে প্রজাপতির প্রজননে সময় দিতে শুরু করেন।
তিনি বলেন, ‘এগুলো জীবন ও চলমান পরিবর্তনশীলতার প্রতীক। প্রজাপতির মধ্যে সবসময় পরিবর্তন ঘটছে। ডিম থেকে শূককীট, তারপর শুঁয়োপোকা এবং শেষে প্রজাপতি হয়ে উড়ে যায়। কিন্তু সেটির জীবন সবচেয়ে ক্ষণস্থায়ী।’
জেনির মতো কোস্টারিকার প্রায় ৪০০ পরিবার উষ্ণমণ্ডলীয় প্রজাপতির প্রজনন করে।
রপ্তানি কোম্পানি স্যারহিয়ো সিলেস জানায়, ‘প্রজাপতি কোথায় যায়, তাদের কীভাবে কাজে লাগানো হয়, আমরা সেদিকে খেয়াল রাখি। আমরা শুধু রফতানির স্বার্থেই রফতানি করতে পারি না। প্রাণীগুলোর সঙ্গে কেমন আচরণ করা হয়, তা আমাদের জানতে হয়। আমাদের কোম্পানিতে এই নৈতিক মানদণ্ড রয়েছে। অন্যান্য রফতানিকারীদেরও আমরা সেই মূল্যবোধ শেখানোর চেষ্টা করি। প্রজাপতি আসলে সৌন্দর্য ও আমাদের দেশের প্রকৃতির দূত। সে কারণে আমাদের নিশ্চিত হতে হবে, যে দূরের দেশে গিয়েও প্রজাপতি যেন সেই দায়িত্ব পালন করতে পারে।’
এই একটি কোম্পানিই সপ্তাহে প্রায় ৭০টি প্রজাতির ৩০,০০০ গুটিপোকা রফতানি করে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপের বিভিন্ন বোটানিকাল গার্ডেন ও প্রজাপতি সংগ্রহশালা কোম্পানির প্রধান ক্রেতা।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ