Printed on Sun Jun 26 2022 9:24:06 PM

কাফনের কাপড় পরে আন্দোলনে শিক্ষার্থীরা, সামনে প্রতীকী লাশ

নিজস্ব প্রতিবেদক
সারাদেশ
প্রতীকী লাশ
প্রতীকী লাশ
শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার কাফনের কাপড় পরে আন্দোলনে নেমেছে। তাদের দৃঢ় দাবি, অনশনে শুধু ২৩ শিক্ষার্থী থাকবে এমন নয় বরং বিশ্ববিদ্যালয় উপাচার্য পদত্যাগ না করলে তারাও অনশনে যাবেন।

এ সময় তারা সামনে একটি প্রতীকী লাশ নিয়ে কঠোর অবস্থান শুরু করে।

শনিবার ২২ জানুয়ারি বিকেল ৩টা থেকে তারা এ অবস্থান শুরু। এরপর গোল চত্তর থেকে মৌন মিছিল বের করে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অবস্থানকালে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসিবুর রহমান বলেন, ‘অনশনে যে ২৩ জন আছেন আমরা তাদের সঙ্গে আছি। দাবি আদায়ে আমরা অনড়-অটল থাকব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবেই। অনশনকারী অনেকের অবস্থা খারাপ। তাদের চিকিৎসা প্রয়োজন। আমাদের লাশের ওপর দিয়ে ভিসিকে যেতে হবে’।

অনশনরত ২৩ শিক্ষার্থীর মধ্যে এখন পর্যন্ত ১৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কেউ কেউ চিকিৎসা নিয়ে ফিরে আবারো অনশনে যুক্ত হয়েছেন বলে জানা গেছে। সুস্থ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন : বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে ব্যর্থ হয়ে ধর্ষণ মামলা

ভয়েসটিভি/এমএম
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/64210
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ