Printed on Tue Sep 21 2021 4:24:37 PM

ফেনীর ২৭টি মন্দির ও ১৬ জন দুস্থ পেলেন প্রধানমন্ত্রীর উপহার

ফেনী প্রতিনিধি
সারাদেশ
প্রধানমন্ত্রীর উপহার
প্রধানমন্ত্রীর উপহার
ফেনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২৭টি মন্দির ও হিন্দু সম্প্রদায়ের ১৬ জন দুস্থের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রবিবার বিকেলে ফেনী পৌরসভা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে চেক তুলে দেন ফেনীর সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের ট্রাস্ট্রি উত্তর কুমার শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।

উত্তর কুমার শর্মা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ফেনী জেলার ২৭টি মন্দির ও হিন্দু সম্প্রদায়ের ১৬ জন অসহায় ও দুস্থের মাঝে ২ লাখ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফেনীর সহকারী প্রকল্প পরিচালক মাসুদুল আলম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক যতন মজুমদার, পুজা উদযাপন পরিষদের সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্রশীল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রিয়রঞ্জন দত্ত প্রমুখ।

আরও পড়ুন : তেঁতুলিয়ায় ২৭টি ভারতীয় গরু আটক

ভয়েস টিভি/এএন
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/52742
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ