চীনে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


চীনে ১৩২ আরোহী নিয়ে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বড় ধরনের এই হতাহতের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট শি জিপনিংকে এক শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ভয়াবহ বিমান বিধ্বস্তের খবরে আমি গভীরভাবে শোকাহত। গত সোমবার ২১ মার্চ দক্ষিণ চীনে এ বিমান দুর্ঘটনা ঘটে। বিমানটিতে ১৩২ জন আরোহী ছিলেন। এ ভয়াবহ দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের জন্য আমরা প্রার্থনা করি।’
প্রেসিডেন্ট শি জিনপিংকে উদ্দেশ্য করে গতকাল মঙ্গলবার ২৩ মার্চ স্বাক্ষরিত শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ ও সরকার পক্ষে এবং আমার নিজের পক্ষ থেকে আমি তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের বিশ্বস্ত ও কৌশলগত অংশীদার দেশ চীনের সরকার ও জনগণের প্রতি আমরা আমাদের জাতীয় সংহতি জানাচ্ছি। যাতে এ সময় তারা সাহস ও মনোবলের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে পারে।’
ভয়েসটিভি/এমএম
প্রধানমন্ত্রী বলেন, ‘চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ভয়াবহ বিমান বিধ্বস্তের খবরে আমি গভীরভাবে শোকাহত। গত সোমবার ২১ মার্চ দক্ষিণ চীনে এ বিমান দুর্ঘটনা ঘটে। বিমানটিতে ১৩২ জন আরোহী ছিলেন। এ ভয়াবহ দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের জন্য আমরা প্রার্থনা করি।’
প্রেসিডেন্ট শি জিনপিংকে উদ্দেশ্য করে গতকাল মঙ্গলবার ২৩ মার্চ স্বাক্ষরিত শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ ও সরকার পক্ষে এবং আমার নিজের পক্ষ থেকে আমি তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের বিশ্বস্ত ও কৌশলগত অংশীদার দেশ চীনের সরকার ও জনগণের প্রতি আমরা আমাদের জাতীয় সংহতি জানাচ্ছি। যাতে এ সময় তারা সাহস ও মনোবলের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে পারে।’
ভয়েসটিভি/এমএম
সর্বশেষ সংবাদ