Printed on Sat Jul 02 2022 6:13:58 PM

বঙ্গবন্ধুর জন্মদিন পালনে প্রস্তুত হচ্ছে এফডিসি

নিজস্ব প্রতিবেদক
বিনোদন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ। এ দিনটিকে ঘিরে এফডিসিতে চলছে প্রস্তুতি। বঙ্গবন্ধুর হাতে গড়া এফডিসি সেজেছে রঙিন সাজে। ১৯ সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র আহবায়ক কমিটি নানা কর্মসূচির ঘোষণা করেছে।


এ সব কর্মসূচিতে অংশ নিবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা সিটি উত্তরের মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা।


অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনসহ শিল্পী সমিতির নেতারা ১৫ মার্চ মঙ্গলবার মেয়র অফিসে আতিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, কার্যকরী সদস্য জেসমিন, চিত্রনায়িকা নিপুণ আক্তার এবং পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, মোহাম্মদ হোসেনসহ আরও অনেকে।


চিত্রনায়িকা শাহনূর জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপনে এফডিসিতে বড় আয়োজন হতে যাচ্ছে। এ উপলক্ষে ঢাকা সিটি উত্তরের মেয়র আতিকুল ইসলামকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলো শিল্পী সমিতির নেতারা। এছাড়া তার সঙ্গে নানা বিষয়ে মেয়রের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন শাহনূর।


জানা যায়, ১৭ মার্চ সকাল থেকেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল অর্পণসহ নানাধরনের আয়োজন থাকছে। এতে অংশ নেবেন চলচ্চিত্রের শিল্পী, কলাকুশলীসহ আমন্ত্রিতরা।


ভয়েসটিভি/আরকে
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/69709
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ