Printed on Sun Jan 17 2021 6:09:00 PM

হিলিতে ফেনসিডিলসহ প্রাইভেট কার জব্দ

হিলি প্রতিনিধি
সারাদেশ
প্রাইভেট
প্রাইভেট
দিনাজপুরের হিলিতে ১০০ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে বিজিবি। ২৫ ডিসেম্বর শুক্রবার দুপুর ২টার দিকে হিলির ফকিরপাড়ার মসজিদ এলাকা থেকে এগুলো জব্দ করা হয় বলে নিশ্চিত করেন জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফেরদৌস হাসান টিটো।

তিনি জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হিলি সিপির বিওপি ক্যাম্পের নায়েক আজিজুর রহমান বিজিবি সদস্যদের নিয়ে ফকিরপাড়ার মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মসজিদের কাছে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-ক ১২-০২৯২) তল্লাশি করে।

গাড়িটির ভিতরে অভিনব কৌশলে রাখা ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে প্রাইভেট কারসহ ফেনসিডিলগুলো জব্দ করে ক্যাম্পে আনা হয়। ফেনসিডিলসহ গাড়ির মুল্য প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

ভয়েস টিভি/এমএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/29618
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ