Printed on Wed Jul 28 2021 5:20:22 PM

প্রিয়াঙ্কার এক পোস্টেই আয় সাড়ে তিন কোটি

নিজস্ব প্রতিবেদক
বিনোদনভিডিও সংবাদ
প্রিয়াঙ্কার
প্রিয়াঙ্কার
বলিউডের শীর্ষ জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। যার তারকা খ্যাতি কেবল দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে মলয় সাগর থেকে আটলান্টিকের ওপার পর্যন্ত। দক্ষ অভিনয়ের পাশাপাশি মানব হিতৈষী নানা কর্মকাণ্ডের জন্যও প্রশংসিত তিনি। অভিনয়য়ের পাশাপাশি সংগীত শিল্পী হিসেবেও তিনি নাম করেছেন। ফ্যাশন ডিভা হিসেবে প্রিয়াঙ্কা চোপড়া আলো ছড়াচ্ছেন অ্যামি থেকে অস্কারে। ছবি, সিরিজ, একাধিক ব্যবসার পাশাপাশি ইনস্টাগ্রাম থেকে তার আয়ও প্রচুর। এক পোস্টেই তিনি আয় করেন প্রায় সাড়ে তিন কোটি টাকা।

সম্প্রতি ছবি শেয়ারিংয়ের সাইট ইনস্টাগ্রাম প্রকাশ করেছে ২০২১ সালের শীর্ষ ৩০ ধনীর তালিকা। এ তালিকায় জায়গা করে নিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া আর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ।

২০০০ সালে তিনি মিস ওয়ার্ল্ড মুকুট জয়ী প্রিয়াংকার বলিউডে অভিষেক হয় ২০০২ সালে। ইনস্টাগ্রামের প্রকাশিত তালিকায় ৩০ জনের মধ্যে প্রিয়াঙ্কা আছেন ২৭তম স্থানে। আর কোহলির নাম আছে ১৯ নম্বরে। একটি ওয়েবসাইট ফাঁস করেছে, প্রিয়াঙ্কা প্রতি পোস্ট থেকে পান ৩ কোটি ৪১ লাখ টাকা। ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কার অনুসারী সাড়ে ৬ কোটির বেশি। ২০১২ সালে প্রিয়াঙ্কা এসেছিলেন ইনস্টাগ্রামে। নিজের সুন্দর একটি ছবি দিয়ে এই বলিউড তারকা ইনস্টাগ্রামে পথচলা শুরু করেছিলেন। সেই ছবিতে ক্যাপশন দিয়েছিলেন, ‘এখানে এসে খুব ভালো লাগছে।’

ইনস্টাগ্রামের প্রতি পোস্ট থেকে সবচেয়ে বেশি আয় করেছেন ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। জনপ্রিয় এই ফুটবল তারকা প্রতি পোস্ট থেকে আয় করেন ১৩ কোটি ৬০ লাখ টাকা।

এই অভিনেত্রীর ঝুলিতে রয়েছে একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আর পাঁচটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ভারত সরকার ২০১৬ সালে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে।

টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ মানুষের তালিকায় স্থান দিয়েছে। আর কয়েক বছর ধরেই তিনি ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় স্থান পেয়ে আসছেন। ২০১৮ সালের ম্যাক্সিম ম্যাগাজিনের জরিপে ‘বিশ্বের সেরা ১০০ জন আবেদনময়ী নারী’র তালিকায় শীর্ষে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

আর ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে তিনি বাংলাদেশের কক্সবাজার থেকে ছুটছেন ইথিওপিয়ায়। তাকে প্রায়ই দেখা যায় মানবাধিকার, নারীর ক্ষমতায়ন, মাতৃস্বাস্থ্য, শিক্ষা, অভিবাসন সমস্যা, সফলতার মূলমন্ত্র প্রভৃতি বিষয়ের ওপর বক্তৃতা দিতে।

১৯৮২ সালের ১৮ জুলাই ভারতের বিহারের জন্ম নেয়া প্রিয়াংকা বিয়ে করেছেন ২০১৮ সালে। মার্কিন সঙ্গীতশিল্পী নিক জোনাসকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। প্রিয়াঙ্কাকে শেষ পর্দায় দেখা গেছে ‘দ্য হোয়াইট টাইগার’ ছবিতে। ইতিমধ্যে শুটিং শুরু করেছেন ‘টেক্সট ফর ইউ’-এর।

বেশ কিছুদিন হলো নিউইয়র্কে একটি ভারতীয় রেস্তোরাঁও খুলেছেন তিনি। রেস্তোরাঁটির নাম দিয়েছেন তিনি ‘সোনা’।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/48255
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ