Printed on Wed May 05 2021 9:41:32 PM

প্লেনের সিঁড়িতে ‘নাস্তানাবুদ’ বাইডেন

ইন্টারন্যাশনাল ডেস্ক
বিশ্ব
প্লেনের সিঁড়িতে
প্লেনের সিঁড়িতে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এয়ারফোর্স ওয়ানে ওঠার সময় চরমভাবে নাস্তানাবুদ হন। পরপর তিন দফায় প্লেনের সিঁড়িতে হোঁচট খান। প্রথম হোঁচটে নিজেকে খুব সুন্দরভাবে ধরে নিতে পারলেও শেষবার এক রকম পড়েই যান তিনি।

অবশ্য খুব স্মার্টলি নিজেকে সামলে নিয়েছেন বাইডেন। কারও সাহায্য ছাড়াই প্লেনের দরজার সামনে পৌঁছে কর্মকর্তাদের বিদায়ী অভিবাদনও দেন ৭৮ বছর বয়সী প্রেসিডেন্ট। ১৯ মার্চ শুক্রবার এয়ারফোর্স ওয়ানে মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রু থেকে আটলান্টায় যাচ্ছিলেন তিনি। খবর আলজাজিরার।

ওভাল অফিসের দায়িত্ব নেওয়ার পর থেকে জো বাইডেন একটিও ভুল পদক্ষেপ নেননি বলে বিশ্বাস তার সমর্থকদের। তবে তিনি একবার-দুবার নয়, পরপর তিনবার হোঁচট খেয়েছেন এয়ারফোর্স ওয়ানের সিঁড়িতে। অবশ্য হোয়াইট হাউস কর্মকর্তারা এর জন্যে প্রবল বাতাসকেই দায়ী করেছেন।

বাইডেনকে তার সহকারী প্লেনের সিঁড়ি পর্যন্ত এগিয়ে দেন। ভিডিওতে দেখা যায়, লাল কার্পেটে মোড়া প্লেনের সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠছিলেন ৭৮ বছর বয়সী এ নেতা। কিন্তু অর্ধেক পথে গিয়েই প্রথম হোঁচট খান তিনি। এরপর কোনওমতে নিজেকে সামলে নিয়ে আরও দু’পা এগোন। সেখানে খান দ্বিতীয় হোঁচট। এরপর উঠে দাঁড়াতে গিয়ে রীতিমতো হাঁটুতে ভর করে পড়ে যান যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত প্রেসিডেন্ট।

পরে রেলিং ধরে সাবধানে সিঁড়ির বাকি অংশ পাড়ি দেন জো বাইডেন। ওপরে উঠে তাকে হোয়াইট হাউস থেকে হেলিকপ্টারে নিয়ে আসা মেরিন কর্মকর্তাদের স্যালুটও দেন।

হোয়াইট হাউস বলছে, প্লেনের সিঁড়িতে ভুলভাবে পা ফেলার কারণেই এমন হয়েছে। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে সাংবাদিকদের বলেন, এখানে অনেক বাতাস। আমি নিজেই ওপরে উঠতে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিলাম।

হোঁচট খাওয়ার পর বাইডেনকে ডাক্তার দেখানো হয়েছে কিনা জানতে চাইলে হোয়াইট হাউসের এ কর্মকর্তা বলেন, আমি যা জানি- আমি শুধু বলতে পারি, তিনি ভালো আছেন। তিনি বেশ ভালো আছেন।

মার্কিন প্রেসিডেন্টরা নিরাপত্তার জন্য এয়ারফোর্স ওয়ান প্লেনে করে দেশ-বিদেশ ভ্রমণ করেন। এয়ারফোর্স ওয়ানে ওঠার উঁচু সিঁড়ি টপকাতে গিয়ে আছাড় খাওয়ার ঘটনা এর আগেও ঘটেছে।

গত বছর এয়ারফোর্স-২ প্লেনে ওঠার সময় পড়ে গিয়েছিলেন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ২০১৫ সালে সে সময়ের প্রেসিডেন্ট বারাক ওবামাও পড়ে যাচ্ছিলেন। পরে তিনি নিজেকে সামলে নেন।

আরও পড়ুন : পাঠান নিয়ে ফিরছেন শাহরুখ, থাকছেন সালমানও!

ভয়েস টিভি/এমএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/39161
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ