Printed on Mon May 17 2021 7:27:39 PM

‘আমায় নিয়ে কেউ ট্রল করে পয়সা পেলে পাক’

বিনোদন ডেস্ক
বিনোদন
পয়সা
পয়সা
স্বামী রোশান সিংয়ের সঙ্গে মনোমালিন্যের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে।

নেটিজেনদের তীব্র আক্রমণের মুখেও এ বিষয়ে কোনো কথা বলেননি এ অভিনেত্রী। সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন এ অভিনেত্রী। বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা প্রসঙ্গে প্রশ্নের উত্তরে শ্রাবন্তী বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু লেখা হচ্ছে। এরা তো কাউকে ছাড়ে না! যাদের কাজ নেই তারা পড়ছে এই সব গসিপ। এই সময় কেউ এ ধরনের খবর করে লকডাউনে কারও ঘরে পয়সা এলে আসুক। আমি আমার সম্পর্ক বা বিয়ে নিয়ে একটা কথাও বলব না। প্লিজ! জানতে চাইবেন না!’

ওঠানামা কোন মানুষের জীবনে নেই? প্রশ্ন করে শ্রাবন্তী আরও বলেন, ‘সেলিব্রিটি হলে সেটি নিয়ে শুধু চর্চাই নয়, বিষয়টা কুরুচিকর হয়ে যায়। এই ধরনের মানসিকতা শুধু খারাপ নয়, অন্যায়।’

এই মুহূর্তে গসিপকে দূরে সরিয়ে কাজে ব্যস্ত শ্রাবন্তী। সোহমের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন নতুন ওয়েব সিরিজে। ‘ইনটিউশন’ শিরোনামের সিরিজে দেখা যাবে তাকে। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এ মুক্তি পাবে ওয়েব সিরিজটি।

নতুন বছরে মুক্তি পাবে শ্রাবন্তীর একাধিক কাজ। দর্শক কি শ্রাবন্তীকে নতুন রূপে পাবে? জানতে চাইলে সাক্ষাতকারে তিনি বলেন, ‘দর্শক তাদের শ্রাবন্তীকে তৈরি করেছে। তাদের ভালোবাসাতেই শ্রাবন্তী আছে। নতুন চরিত্রের মধ্যে তারা শ্রাবন্তীকে ফিরে পাবে।’

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/26340
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ