Printed on Fri May 14 2021 5:18:55 PM

নতুন নায়ক খুঁজছেন ফারিয়া শাহরিন

নিজস্ব প্রতিবেদক
বিনোদন
ফারিয়া শাহরিন
ফারিয়া শাহরিন
নাটক পাড়ায় জোর গুঞ্জন, বাংলা নাটক এখন সিন্ডিকেট নির্ভর। হাতেগোনা কয়েকজন পরিচালক এবং পছন্দের অভিনেতা-অভিনেত্রীর বাইরে অভিনয় করেন না বর্তমান সময়ের জনপ্রিয় বেশ কয়েকজন। যদিও এমন অভিযোগ প্রসঙ্গে প্রকাশ্যে কথা বলতে দেখা যায় হাতেগোনা কয়েকজনকে।

ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন ক্ষোভ প্রকাশ করে বলেছেন  ‘আমি অনেক ছোট নায়িকা। বড় নায়কেরা আমার সঙ্গে কাজ করেন না, বড় নায়িকাদের সঙ্গে করেন; কী কী জানি এখন শুনি, সিন্ডিকেট না কি যেন। তাই নগণ্য নায়িকা আমি নতুন ছেলেদের সঙ্গে কাজ করব। সিদ্ধান্ত ফাইনাল

শুক্রবার নিজের ফেসবুক হ্যান্ডেলে এ প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন।

ওই  স্ট্যাটাসে ফারিয়া লিখেছেন, ‘ঠিক করেছি নতুন, একদমই পরিচিত নন, এ রকম নায়কদের সঙ্গে কাজ করব। ওদের প্রমোট করব। যদি আমাকে চারজনও চেনে, তাদের হয়তো একজন চিনবে আমার মাধ্যমে। ওরা এভাবেই এক-দুজন করে পরিচিত হয়ে উঠবে। আমার ভালো লাগবে।’

আরও পড়ুন : ভেঙে গেল অপু-শবনমের সংসার

ভয়েস টিভি/ডি
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/43338
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ