Printed on Wed Nov 25 2020 11:20:16 PM

ফুটবলারদের পারিশ্রমিক ১০ শতাংশ বৃদ্ধি

স্পোর্টস ডেস্ক
খেলার খবর
ফুটবলারদের পারিশ্রমিক
ফুটবলারদের পারিশ্রমিক
নতুন মৌসুমে ফুটবলারদের পারিশ্রমিক ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। আগের সিদ্ধান্ত ছিল ২৫ শতাংশের, নতুন সিদ্ধান্ত হয়েছে ন্যূনতম ৩৫ শতাংশ পাবেন ফুটবলাররা।

পেশাদার লিগ কমিটির বৃহস্পতিবারের সভায় আরও অনেক বিষয়ের সঙ্গে ২০২০-২১ মৌসুমে খেলোয়াড়দের পারিশ্রমিকের বিষয়টিও চূড়ান্ত হয়।

ক্লাব প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী জানান, পরিস্থিতির বিবেচনায় বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আলোচনা করে আমরা নতুন মৌসুমে খেলোয়াড়দের আগের চুক্তির ২৫ শতাংশ পারিশ্রমিক দেয়ার কথা বলেছিলাম। পরে খেলোয়াড়রা সভাপতির সঙ্গে বসেছিলেন। আমাদের সঙ্গেও কথা বলেছেন। তাদের একেকজনের দাবি একেকরকম।

তবে বাস্তবসম্মতভাবে আমরা মনে করেছি, কোভিড-১৯ এর কারণে ক্লাবগুলো যেভাবে পরিচালিত হচ্ছে এবং এখনও অনুদানভিত্তিক অনেক ক্লাব আছে, সব ক্লাবের কিন্তু স্থায়ী আয়ের উৎস একই রকম নয়। সে কারণে ক্লাবগুলো এবং খেলোয়াড়দের কথা বিবেচনায় এনে তাদের পারিশ্রমিক ৩৫ শতাংশ করেছি।

জাতীয় দল ও আবাহনীর মিডফিল্ডার সোহেল রানা  বলেন, এই সিদ্ধান্তে আমরা মোটেই খুশি নই। সভাপতি আমাদের ৪০ শতাংশের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখন সেটা কমানো হয়েছে। আমরা আবারও সভাপতির সালাউদ্দিনের কাছে যাব।

তিনি বলেন, শীর্ষ কিছু ফুটবলার হয়তো এই হিসেবের বাইরেও ক্লাবগুলোর কাছ থেকে কিছু টাকা বেশি পাবে। কিন্তু এখানে আমরা ব্যক্তিগত কোনো দাবি বা সুবিধা নিতে আসিনি। আমরা এসেছি ঐক্যবদ্ধ হয়ে। সবার জন্যই একরকম সিদ্ধান্ত কামনা করছি।

ভয়েস টিভি/এমএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/18804
© স্বত্ব ভয়েস টিভি 2020 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ