ফুলবাড়ীতে পাঁচ জুয়াড়ি ও মাদক কারবারি আটক


কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় চার জুয়াড়ি এবং ১২ পিস ইয়াবাসহ এক ওয়ারেন্টভুক্ত মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে।
৯ জানুয়ারি শনিবার উপজেলার পৃথক এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার টনকার মোড় এলাকার কুখ্যাত মাদক ব্যাবসায়ী ও হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আশরাফুল হকের (৪৭) বাড়িতে অভিযান চালায় ফুলবাড়ী থানা পুলিশ।
এ সময় তার বাড়ির পার্শ্ববর্তী সুপারী বাগান থেকে ১২ পিস ইয়াবা ও একটি স্মার্ট ফোনসহ তাকে আটক করা হয়। আটক আশরাফুল হক ছিট চন্দ্রখানা বানিয়াটারী গ্রামের আফজালুল হকের ছেলে।
অন্যদিকে শনিবার রাতে ফুলবাড়ী থানার অপর একদল পুলিশ উপজেলার নওদাবশ গ্রামের ইটভাটা এলাকায় অভিযান চালায়।
এ সময় তাসের মাধ্যমে জুয়া খেলারত অবস্থায় ওই গ্রামের মৃত একাব্বর আলীর ছেলে শাহালম (৫৮) মৃত নুর, জামালের ছেলে জাহিদুল ইসলাম (৩৪), মৃত নেহাল উদ্দিনের ছেলে শমসের আলী (৫২) ও কাসিমমুদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৬) কে হাতেনাতে আটক করে। এসময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম ও তিন হাজার ৯২০ টাকাসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার দুপুরে তাদেরকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
ভয়েসটিভি/এএস
৯ জানুয়ারি শনিবার উপজেলার পৃথক এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার টনকার মোড় এলাকার কুখ্যাত মাদক ব্যাবসায়ী ও হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আশরাফুল হকের (৪৭) বাড়িতে অভিযান চালায় ফুলবাড়ী থানা পুলিশ।
এ সময় তার বাড়ির পার্শ্ববর্তী সুপারী বাগান থেকে ১২ পিস ইয়াবা ও একটি স্মার্ট ফোনসহ তাকে আটক করা হয়। আটক আশরাফুল হক ছিট চন্দ্রখানা বানিয়াটারী গ্রামের আফজালুল হকের ছেলে।
অন্যদিকে শনিবার রাতে ফুলবাড়ী থানার অপর একদল পুলিশ উপজেলার নওদাবশ গ্রামের ইটভাটা এলাকায় অভিযান চালায়।
এ সময় তাসের মাধ্যমে জুয়া খেলারত অবস্থায় ওই গ্রামের মৃত একাব্বর আলীর ছেলে শাহালম (৫৮) মৃত নুর, জামালের ছেলে জাহিদুল ইসলাম (৩৪), মৃত নেহাল উদ্দিনের ছেলে শমসের আলী (৫২) ও কাসিমমুদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৬) কে হাতেনাতে আটক করে। এসময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম ও তিন হাজার ৯২০ টাকাসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার দুপুরে তাদেরকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
ভয়েসটিভি/এএস
সর্বশেষ সংবাদ