Printed on Thu Sep 23 2021 11:53:50 AM

ফেনীতে পিকআপচাপায় ৪ অটোরিকশাযাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
সারাদেশ
পিকআপচাপায়
পিকআপচাপায়
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পিকআপভ্যানচাপায় চার অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন।

১৯ মে বুধবার বেলা ১১টার দিকে উপজেলার শুভপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শুভপুর বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির বাগান মালি নুরুল ইসলাম, জোরারগঞ্জ থানা এলাকার আরিফ, জয়পুরের বিবি হাজেরা এবং অজ্ঞাত এক বৃদ্ধ।

বিষয়টি নিয়ে ছাগনাইয়ায় থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানান, ছাগলনাইয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে শুভপুরের বারাইয়াপুল পৌঁছলে পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন এবং ফেনী হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান।

নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/44703
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ