ফেনীতে মাদকদ্রব্যসহ দুই যুবক আটক


ফেনীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই যুবককে আটক করেছে র্যাব। ১৭ জানুয়ারি রোববার বিকালে মহিপাল ফ্লাইওভারের নিচ থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭৩০ পিস ইয়াবা, ৫০ বোতল ফেন্সিডিল ও ্েকে কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক আব্দুর রহিম (৩৮) ফেনী সদর উপজেলার জাহানপুর গ্রামের আব্দুল গনি ও মোহাম্মদ সেলিম (২৭) একই গ্রামের আব্দুল মতিনের ছেলে।
ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহিদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মহিপাল ফ্লাইওভারের নিচে চেকপোস্ট বসায় র্যাব। দুপুর সাড়ে ৩টার দিকে একটি মোটরসাইকেলকে থামার জন্য সংকেত দেয়া হয়। কিন্তু তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
ভয়েস টিভি/এমএইচ
আটক আব্দুর রহিম (৩৮) ফেনী সদর উপজেলার জাহানপুর গ্রামের আব্দুল গনি ও মোহাম্মদ সেলিম (২৭) একই গ্রামের আব্দুল মতিনের ছেলে।
ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহিদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মহিপাল ফ্লাইওভারের নিচে চেকপোস্ট বসায় র্যাব। দুপুর সাড়ে ৩টার দিকে একটি মোটরসাইকেলকে থামার জন্য সংকেত দেয়া হয়। কিন্তু তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
ভয়েস টিভি/এমএইচ
সর্বশেষ সংবাদ