Printed on Sat Jul 31 2021 5:10:13 AM

ফের খোলামেলা পোশাকে সুচিত্রা সেনের নাতনি রাইমা

বিনোদন ডেস্ক
বিনোদন
রাইমা
রাইমা
ফের খোলামেলা পোশাকে ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন ভারতীয় অভিনেত্রী রাইমা সেন। ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করা ছবিতে তার পরনে ছিল নীল জ্যাকেট।

তার চাহনির মিল রয়েছে মহানায়িকা সুচিত্রা সেনের। আর হাসিতে মা মুনমুন সেনের প্রতিচ্ছবি। আর প্রতিভার জোরেই ভারতীয় সিনেমা জগতে শক্ত অবস্থান গড়ে নিয়েছেন সুচিত্রা সেনের এই নাতনি।২০২০ সালে সৃজিত মুখার্জী পরিচালিত ‘দ্বিতীয় পুরুষ’ ছবিতে দেখা গিয়েছিল রাইমাকে। তারপর থেকে ওয়েব প্ল্যাটফর্মেই বেশি দেখা গিয়েছে তাকে। কিছুদিন আগে হইচই প্ল্যাটফর্মের ‘হ্যালো’ সিরিজের তৃতীয় মৌসুমে নজর কাড়েন তিনি। তারপরই আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘দ্য লাস্ট আওয়ার’। সেখানে ‘নিমা’ চরিত্রে অভিনয় করেন রাইমা। জিফাইভ প্ল্যাটফর্মের ‘ব্ল্যাক উইডোজ’ সিরিজে হয়েছিলেন ইনায়া ঠাকুর।

আর এখন খোলামেলা ফটোশুট করছেন রাইমা। তার নজরকাড়া ছবিগুলো তুলেছেন ভারতের বিখ্যাত ফটোগ্রাফার তথাগত ঘোষ।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/48590
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ