Printed on Tue Jun 28 2022 5:55:54 AM

প্রেমিকাকে ফোন কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

পটুয়াখালী প্রতিনিধি
অপরাধ
ফোন কলে
ফোন কলে

পটুয়াখালীর কলাপাড়ায় প্রেমিকাকে মোবাইলফোনে কলে রেখে মো. মুনসুর (২২) নামের এক প্রেমিকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।


১১ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত মুনসুর ওই এলাকার মৃত মো. মমিন আলী মোল্লার ছেলে।


স্থানীয়রা জানিয়েছেন, রাতে মুনসুর বাড়িতে একা ছিলেন। তার মা বোনের বাড়িতে গিয়েছিলেন। গভীর রাতে তার মায়ের কাছে ফোন দিয়ে এক নারী জানান মুনসুর ঘরে গলায় ফাঁস দিয়েছে। পরে মুনসুরের মা বিষয়টি ফোনে স্থানীয়দের জানালে তারা ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পায় মুনসুর আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে।


মুনসুরের মামা আবুল কালাম জানান, মুনসুর বিদেশ যাওয়ার সব ধরনের কাগজপত্র রেডি করেছিল। যে মেয়েটি গভীর রাতে ওর মায়ের কাছে ফোন দিয়েছিল, তার সঙ্গে মুনসুরের প্রেমের সম্পর্ক ছিল। সেই মেয়েকে ফোন কলে রেখে আত্মহত্যা করেছে মুনসুর। তবে কি কারণে আত্মহত্যা করেছে, তার সঠিক কারণ জানা নেই।


কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, প্রেমিকা নিজেই প্রেমিকের মায়ের কাছে ফোন দিয়ে জানিয়েছেন যে মুনসুর বাড়িতে গলায় ফাঁস দিয়েছে। আমরা মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। আত্মহত্যার কারণ জানতে চেষ্টা চলছে।


ভয়েসটিভি/আরকে
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/66498
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ