Printed on Tue Jun 06 2023 8:33:19 AM

প্রেমিকা কৌশানি তুণমূলে, প্রেমিক বনি বিজেপিতে

অনলাইন ডেস্ক
বিনোদন
বনি
বনি
বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায় টালিউডের ‘লাভবার্ড’ হিসেবে পরিচিত। কলকাতার অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের সম্পর্কের বিষয়টি ওপেন সিক্রেট। তবে এই দুই তারকা এবার আলোচনায় এসেছেন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক কারণে। দুজনের অবস্থান এখন ভিন্ন মেরুতে। একজন বিজেপিতে, অন্যজন তৃণমূলে।

বুধবার দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন বনি সেনগুপ্ত। কিছুদিন আগেই কৌশানি মুখোপাধ্যায় যোগ দিয়েছেন তৃণমূলে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্র বলছে, বনির রাজনীতিতে যোগ দেয়া নিয়ে জল্পনা চলছিল আগে থেকেই। সম্প্রতি তাকে দেখা গিয়েছিল ভারতীয় জনতা পার্টির সদস্য অভিনেতা সোহেল দত্তের বাড়িতে। সেদিনের আয়োজনে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ ও বৈশালী ডালমিয়াদেরও দেখা গিয়েছিল।

কানাঘুষা তখন থেকেই, বালিগঞ্জ থেকে নাকি তাকে প্রার্থী করা হতে পারে। তবে অভিনেতা নিজে এসব গুজব উড়িয়ে দেন।

জোর দিয়ে বনি সেনগুপ্ত তখন বলেছিলেন, ‘দিদির পাশেই ছিলাম। দিদির পাশেই থাকব। বিজেপিতে যোগদানের প্রশ্নই ওঠে না!’

আজ বুধবার বিজেপিতে যোগ দিয়েই বনি বলেন, ‘মানুষের জন্য কাজ করতে চাই। গুরুজনের নির্দেশ মেনে চলব।’

অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় তৃণমূলের অনুরাগী। গত ২৪ জানুয়ারি তৃণমূলে যোগ দেয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে কৌশানী তার প্রথম ছবির নামটিই উচ্চারণ করেছিলেন, ‘পারব না আমি ছাড়তে তোকে’; মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছাড়তে পারবেন না তিনি। তার মন্তব্য ছিল এমনই। তার সেই ছবির নায়ক থেকে এখন যিনি প্রেমিক, সেই বনি সেনগুপ্ত বুধবার বিজেপিতে যোগ দিলেন। বনির মা পিয়া সেনগুপ্তও কৌশানীর সঙ্গে তৃণমূলে আছেন।

ভোটের আগে পশ্চিম বাংলার রাজনীতিতে দলবদলের হিড়িক পড়েছে। শিল্পী মহলও দুই ভাগে ভাগ হয়ে পড়েছে। পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্তের মতো তারকারা যেমন বিজেপিতে যোগ দিয়েছেন, তেমনই পরিচালক রাজ চক্রবর্তী, নায়িকা জুন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী দের মতো অভিনেত্রীরা আবার তৃণমূল বেছে নিয়েছেন।

আরও পড়ুন: মোদির বিজেপিতে শ্রাবন্তী

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/38312
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ