Printed on Tue Jan 18 2022 12:33:25 PM

বন্ধুত্বের রসায়ন: হ্যাংআউট থেকে শারীরচর্চা সবকিছু একসঙ্গে

বিনোদন ডেস্ক
বিনোদন
হ্যাংআউট
হ্যাংআউট
সারা আলি খান এবং জাহ্নবী কপূরকে বলিউডের নতুন বেস্ট ফ্রেন্ড। হ্যাংআউট থেকে শারীরচর্চা সবকিছুতেই একসঙ্গে দেখা যায় তাদের দু’জনকে। এই দুই তারকা সন্তান মোটামুটি একই সময়ে ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন।

তারপর থেকেই তাদের মধ্যে প্রতিযোগিতা নিয়ে চর্চা শুরু হয়েছিল মিডিয়ায়। কিন্তু দুই নায়িকাই নিজেদের সম্পর্কে প্রতিদ্বন্দ্বিতাকে ঠাঁই দেননি। এর সাম্প্রতিকতম উদাহরণ, সারার একটি পোস্টের ক্যাপশন। সোশ্যাল মিডিয়া পোস্টে মাঝেমধ্যেই ছন্দ মিলিয়ে ক্যাপশন করেন সারা।

জাহ্নবীর সঙ্গে তার ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘‘রিয়্যাল প্রিন্সেস ফিক্স ইচ আদার’স ক্রাউনস... ফ্রেন্ডশিপ, ইনস্পিরেশন, মোটিভেশন ফ্রম জিম টু গাউনস...’’ কয়েকটি শব্দের মধ্য দিয়ে অনেক কথাই বলে দিয়েছেন অভিনেত্রী।

তারা দু’জনে যে একে অপরের সঙ্গে সময় কাটাতে, বেড়াতে যেতে পছন্দ করেন, সে সব কথাও সারার পোস্টে ফুটে উঠেছে। জাহ্নবীও ওই ছবিগুলো পোস্ট করে লিখেছেন, ‘গার্লস ওয়ান্ট গার্লস’। দুই নায়িকাই ফিটনেস বিশেষজ্ঞ নম্রতা পুরোহিতের কাছে ট্রেনিং নেন। তাদের দু’জনের একসঙ্গে শারীরচর্চার ছবি ভাইরাল হয়েছিল সম্প্রতি। টেলিভিশনে কুইজ শো ‘দ্য বিগ পিকচার’এ অতিথি হিসেবে এসেছিলেন সারা-জাহ্নবী। ওই শোয়ের সঞ্চালক রণবীর সিংহ। সেখানেও দুই নায়িকা নিজেদের বন্ধুত্ব নিয়ে কথা বলেন।

সারা-জাহ্নবীর বন্ধুত্বের রসায়ন কিন্তু তাদের মায়ের প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে এতটাও দেখা যেত না। শ্রীদেবীর সমসমায়িক ছিলেন মাধুরী দীক্ষিত এবং জুহি চাওলা। তাদের রেষারেষির গল্প আজও সুবিদিত। অমৃতা সিংহের সঙ্গেও কোনও অভিনেত্রীর বন্ধুত্বের গল্প শোনা যায়নি।

সারা আর জাহ্নবী দু’জনের হাতেই বড় প্রজেক্ট রয়েছে। বাঁধা গতের সঙ্গে অভিনয়ভিত্তিক চরিত্র বেছে নিচ্ছেন দু’জনে। তারা যে একে অপরকে উদ্বুদ্ধ করেন, ভুলত্রুটি শুধরে দেন সে কথাও সারার পোস্টে খোলসা হয়েছে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/56481
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ