Printed on Sat Jun 19 2021 3:54:15 AM

বলিউডের রানির সঙ্গে দেখা যাবে কলকাতার অনির্বাণকে

বিনোদন ডেস্ক
বিনোদন
বলিউডের
বলিউডের
বলিউডে পা দিতে চলেছেন কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ৫ জুন শনিবার সকাল থেকেই স্টুডিওপাড়ার অন্দরে শোনা যাচ্ছে এই গুঞ্জন।

সূত্রের খবর সত্যি হলে, রানি মুখোপাধ্যায়ের আসন্ন ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টলিউডের জনপ্রিয় এ অভিনেতাকে।

এর আগে অভিনয়ের মাধ্যমে বলিউডে নজর কেড়েছেন যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরীর মতো টলিপাড়ার তারকারা। ‘মর্দানি’ এবং ‘মর্দানি ২’ ছবিতে রানি মুখোপাধ্যায়ের বিপরীতেই অভিনয় করেছেন যিশু। এবার অনির্বার্ণের বলিউড ডেবিউ’র গুঞ্জন শোনা যাচ্ছে।

রানি মুখোপাধ্যায়ের ৪৩তম জন্মদিনে ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির ঘোষণা হয়েছিল। ছবির পরিচালক অসীমা ছিব্বার। বাকি কলাকুশলীদের বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে ছবি প্রসঙ্গে কথা বলে গিয়ে সেই সময় রানি জানিয়েছিলেন, এক মায়ের সংঘর্ষের কাহিনি ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবিতে ফুটিয়ে তোলা হবে।

জানা গেছে, বিদেশের লোকেশনে ছবির শুটিং হবে। অনির্বাণের শেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ড্রাকুলা স্যার’। রক্তিম ওরফে ড্রাকুলা স্যারের চরিত্রে অভিনয় করে দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পেয়েছিলেন অভিনেতা। তার আগামী বাংলা ছবির তালিকায় রয়েছে বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘সাইকো’ এবং ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘গোলন্দাজ’। শোনা গিয়েছে, সৃজিত মুখোপাধ্যায়ের একটি ছবিতেও অভিনয় করছেন অনির্বাণ।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/46030
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ