Printed on Sun Jun 20 2021 1:15:09 PM

গরু বাঁধতে গেলেন মা, পানিতে পড়ে মেয়ের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
সারাদেশ
বাঁধতে
বাঁধতে
ফাইল ছবি
কুড়িগ্রামের ফুলবাড়িতে পানিতে ডুবে তাবাসসুম আক্তার নামে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। ১০ জুন বৃহস্পতিবার সকালে উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ বড়ভিটা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের তাজুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো শিশুটি বাড়ির উঠোনে একটি ডোবার পাশে খেলছিল। এসময় তার মা পাশেই গরু বাঁধতে যান। ফিরে এসে দেখেন শিশুটি নেই। পরে ডোবায় খোঁজাখুজি করে শিশুটিকে উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: পরিবারকে নিয়ে গেছিলেন হজ করাতে, সড়ক দুর্ঘটনায় সব শেষ

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/46448
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ