Printed on Sat Apr 01 2023 11:53:40 AM

বাঁশঝাড়ে মিলল নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ

জয়পুরহাট প্রতিনিধি
সারাদেশ
বাঁশঝাড়ে
বাঁশঝাড়ে
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের রঘুনাথ বর্মনের বাড়ির পাশের বাঁশঝাড়ে পড়ে ছিল সনাতন বর্মন (১৪) নামে এক কিশোরের মরদেহ। প্রতিবেশী এক মহিলা বাঁশঝাড়ে পাতা কুড়াতে গিয়ে মরদেহটি দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেয়। ১০ জানুয়ারি রোববার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর- উপজেলার বাগজানা ইউপির খোরদ্দা গ্রামের নবদিব বর্মনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আরিফ হোসেন বলেন, শনিবার রাত ৮টার পর থেকে ওই কিশোর নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পায়নি পরিবার। পরে খবর পায় যে তার ছেলেকে কে বা কারা হত্যা করেছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হবে এবং তদন্তের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/31596
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ