Printed on Sat Apr 01 2023 11:12:11 AM

ম্যানিটোবায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

প্রবাস ডেস্ক
প্রবাসী
বাংলাদেশি শিক্ষার্থীর
বাংলাদেশি শিক্ষার্থীর
কানাডার ম্যানিটোবায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা সবাই ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

নিহতরা হলেন- আদিত্য নোমান, আরানুর আজাদ চৌধুরী এবং রিসুল বাঁধন। তাদের বয়স আনুমানিক ২৩ থেকে ২৫ বছরের মধ্যে।

কানাডার স্থানীয় সময় ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর ৬টা ২০ মিনিটের দিকে উইনিপেগ শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে আরবর্গ শহরের উত্তরে দুটি গাড়ির সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

কানাডায় বাংলাদেশি কমিউনিটির আবদুল বাতেন জানান, নিহত ছাত্ররা ম্যানিটোবা শহরে নর্দার্ন লাইফের অরোরার আলোকচ্ছটা দেখতে গিয়েছিলেন। ফেরার পথে তারা এ দুর্ঘটনার শিকার হন। কানাডায় বাংলাদেশি কমিউনিটিতে তারা জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য ব্যাপক পরিচিত ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় ম্যানিটোবায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসছে।

ভয়েস টিভি/ডিএইচ

 
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/36435
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ