Printed on Tue Apr 13 2021 8:02:19 PM

বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল উদ্বোধন
বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল উদ্বোধন
ফাইল ছবি
‘বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল’-এর উদ্বোধন করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ মার্চ সোমবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি এ তহবিলের উদ্বোধন করেন।

এর মধ্য দিয়ে বাংলাদেশের যেকোনো ধরনের উন্নয়ন প্রকল্পে নিজস্ব তহবিল থেকে বিনিয়োগ করতে পারবে বাংলাদেশ।

প্রথমবারের মতো এই তহবিল থেকে ‘পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেইনেন্স ড্রেজিং' শীর্ষক স্কিমে অর্থায়নের জন্য ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। এতেও যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এফসিএ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বক্তব্য দেন।

এর আগে পায়রা বন্দরের ওপর নির্মিত একটি ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। পাশাপাশি দেশের সামষ্টিক অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আবদুর রউফ তালুকদার এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের নানা পদক্ষেপ ও উদ্যোগ তুলে ধরেন মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/38657
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ