Printed on Sun Jun 20 2021 3:41:53 AM

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের আগেই ছিটকে গেলেন উইলিয়ামসন

স্পের্টস ডেস্ক
খেলার খবর
বাংলাদেশ
বাংলাদেশ
আগামী ২০ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট সিরিজ। তবে  সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল স্বাগতিক কিউইরা। পঞ্চাশ ওভারের ক্রিকেটের সিরিজটিতে খেলতে পারবেন না নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

কনুইয়ের ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন কিউই অধিনায়ক। বাম কনুইয়ের টেন্ডনে ছোট একটি চিড় ধরা পড়েছে উইলিয়ামসনের। যা তাকে গত কয়েকদিন ধরেই বেশ ভোগাচ্ছে।

সেই ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন আর টি-টোয়েন্টি সিরিজে তার খেলার সম্ভাবনা আগেই ছিল কম। আগামী মাসে শুরু হতে যাওয়া আইপিএলের প্রথম থেকেই অংশ নিতে পারেন উইলিয়ামসন। যে কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তাকে পাওয়ার সম্ভাবনাক কম।

তবে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড আশা করছেন, ওয়ানডেতে না হলেও টি-টোয়েন্টি সিরিজে খেলবেন উইলিয়ামসন। কিউই কোচের বলেন, উইলিয়ামসন দেশের জন্যে খেলতে ভালোবাসে। তাই তার জন্যে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সহজ ছিল না।

তিনি আরও বলেন, যেকোনো ব্যাটসম্যানের সামনের কনুই ব্যাটিংয়ের জন্যে অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু ইনজুরিটা সারছিল না, তাই কিছু একটা করার প্রয়োজন ছিল। চলতি বছর কী পরিমাণ ব্যাটিং করেছে উইলিয়ামসন, দেখুন। হয়তো এ কারণেই ইনজুরির ঝুঁকিটা বেড়েছে।

উইলিয়ামসন খেলতে না পারলেও, তার জায়গায় যাকে নেয়া হবে সেটি ওই খেলোয়াড়ের জন্যে বড় সুযোগ হয়ে আসবে বলে মনে করেন কিউই কোচ। এছাড়া সামনের দিনগুলোতে অনেক বেশি খেলা থাকায় অধিনায়ককে পুরোপুরি ফিট অবস্থায়ই দলে চান স্টিড।

সম্পূর্ণ বিশ্রামের পর ব্যাট হাতে ফিরতে প্রায় ১০-১২ দিন লেগে যাবে উইলিয়ামসনের। তার জায়গায় সুযোগ পেতে পারেন বাঁহাতি ব্যাটসম্যান ডেভন কনওয়ে। আর অধিনায়কত্বের ভার পড়তে পারে টম লাথামের কাঁধে। আগামী বৃহস্পতিবার ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করবে নিউজিল্যান্ড।

বাংলাদেশ ও নিউজিল্যান্ড তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ২০ মার্চ ডানেডিনে।

আরও পড়ুন : দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন রামোস

ভয়েস টিভি/এমএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/38180
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ