Printed on Mon Dec 06 2021 2:17:53 AM

বাংলা চলচ্চিত্রে কৌতুক অভিনেতা দিলদার

নিজস্ব প্রতিবেদক
বিনোদনভিডিও সংবাদ
দিলদার
দিলদার
একজন কৌতুক অভিনেতা শুধু মানুষকে হাসায় না, কাঁদায়ও। তার অভিব্যক্তি দর্শকদের মনকে নাড়িয়ে তোলে। সেই রকম একটি চরিত্র মানুষের মনে আজও গেঁথে আছে। তার নাম দিলদার। অনেক ছবির নায়ক-নায়িকার চেয়েও শক্তিশালী ভুমিকায় অবতীর্ণ হয়েছিলেন তিনি।

ঢাকাই চলচ্চিত্রে দিলদার মানেই দম ফাটানো হাসি! বাংলাদেশে কৌতুক অভিনেতা হিসেবে এক চেটিয়া বাংলা সিনেমায় দাপুটে অভিনয় করে গেছেন। আশি-নব্বই দশকে বাংলা চলচ্চিত্র জগত একপাক্ষিক ছিলো না। কাহিনী নির্ভর ছবি তৈরি হতো। নায়ক নায়িকার উল্লেখযোগ্য ভূমিকা থাকলেও খলনায়ক আর সঙ্গে জনপ্রিয় কৌতুক অভিনেতার ভূমিকা ছিলো তুলনাহীন। বিভিন্ন ভূমিকার কারণে চলচ্চিত্রগুলো থাকতো মানুষের মণিকোঠায়। এমনই একটি নাম দিলদার।

পর্দায় তার উপস্থিতি মানেই দম ফাটানো হাসির রোল। দর্শক পর্দায় তার অঙ্গভঙ্গি দেখে হেসে গড়াগড়ি খেতো। মুহূর্তে কাঁদিয়েও ফেলতে পারতেন এই জাত অভিনেতা। চরিত্রের এই বৈচিত্রময়তাও প্রবল ছিল এই গুণী অভিনেতার মধ্যে।

দিলদার চলচ্চিত্র জগতে প্রবেশ করেন ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত কেন এমন হয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। এরপর থেকে অসংখ্য সিনেমায় তার উপস্থিতি ঘটেছে। বিশেষ করে আশি ও নব্বইযের দশকের বাংলা সিনেমায় কৌতুক অভিনেতা মানেই দিলদার। অঘোষিতভাবে তিনি বাংলা কমেডির রাজপুত্র বনে গেয়েছিলেন।

কৌতুক অভিনেতা হিসেবে দিলদার জনপ্রিয়তার এমন উচ্চতায় পৌঁছে গিয়েছিলেন যে, তাকে নায়ক করে 'আব্দুল্লাহ' নামে একটি ছবিও নির্মাণ করা হয়। ওই ছবিতে একজন লোক হাসানো মানুষের খোলস ছেড়ে তিনি হাজির হয়েছিলেন অন্যরূপে। ছবিতে দর্শক তার অভিনয় দেখে যেমন মুগ্ধ হয়েছেন, তেমনি চরিত্রের বৈচিত্রও দেখিয়েছেন অভিনেতা দিলদার।

দিলদারের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে 'বেদের মেয়ে জোসনা', 'অন্তরে অন্তরে', 'বিক্ষোভ', 'কন্যাদান', 'চাওয়া থেকে পাওয়া', 'জীবন সংসার', 'স্বপ্নের নায়ক', 'আনন্দ অশ্রু', 'শান্ত কেন মাস্তান', 'প্রিয়জন', 'বিচার হবে' এবং 'বীরপুরুষ'সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। 'তুমি শুধু আমার' নামের একটি চলচ্চিত্রের জন্য ২০০৩ সালে কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি।

বিষন্ন মনকে কিছুটা ভালো রাখতে আশ্রয় নিতে হয় বিনোদনের। সেই বিনোদনগুলোর মধ্যে চলচ্চিত্র একটি উত্তম মাধ্যম। কেননা মনের মত একটি চলচ্চিত্রই পারে মনে প্রশান্তির ছোঁয়া দিতে। যা চলচ্চিত্রের মাধ্যমে দিয়ে গেছেন অভিনেতা দিলদার। বাংলা চলচ্চিত্রে কমেডিয়ান আর দিলদার যেন একে অপরের পরিপুরোক হয়ে উঠেছিলো।

১৯৪৫ সালে চাঁদপুরে জন্ম নেয়া এই গুণী অভিনেতা ২০০৩ সালের ১৩ জুলাই মাত্র ৫৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেন। সেই শুন্যতা আজও পূরণ হয়নি।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/53836
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ