বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর : তিন আসামি রিমান্ডে


কুষ্টিয়ায় বিট্রিশবিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতাসহ তিনজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২১ ডিসেম্বর সোমবার কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
তারা হলেন, স্থানীয় ইউনিয়ন যুবলীগ সভাপতি আনিসুর রহমান এবং তার দুই সহযোগী হৃদয় আহম্মেদ ও সবুজ হোসেন।
পুলিশ জানায়, সোমবার সকালে রিমান্ড শুনানির জন্যে তাদেরকে আদালতে তোলা হয়। আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করলে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশের দায়ের করা মামলায় তাদের এ রিমান্ড দেন আদালত।
ঘটনার প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে আনিসুর রহমানের নেতৃত্বে ভাস্কর্যে হামলা চালানো হয়। তার সঙ্গে ছিল সবুজ হোসেন ও হৃদয় আহম্মেদ। এই ঘটনা দেখে ফেলে কলেজের নৈশপ্রহরী খলিলুর রহমান। পরে পুলিশের হাতে আটক হয়ে ঘটনার কথা স্বীকার করেন কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান।
১৮৭৯ সালের ৭ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বাংলা অঞ্চলের কয়াগ্রামে (বর্তমান কুষ্টিয়া) জন্মগ্রহণ করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। ব্রিটিশ বিরোধী আন্দোলনে অত্যন্ত সাহসী ভূমিকার জন্যে তার নাম হয় বাঘা যতীন।
প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র অভ্যুত্থান গড়ে তোলেন তিনি। সেই অভ্যুত্থানের এক পর্যায়ে মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩৫ বছর বয়সে মারা গেছেন এই বিপ্লবী।
আরও পড়ুন : কুষ্টিয়ায় এবার বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর
ভয়েস টিভি/এমএইচ
তারা হলেন, স্থানীয় ইউনিয়ন যুবলীগ সভাপতি আনিসুর রহমান এবং তার দুই সহযোগী হৃদয় আহম্মেদ ও সবুজ হোসেন।
পুলিশ জানায়, সোমবার সকালে রিমান্ড শুনানির জন্যে তাদেরকে আদালতে তোলা হয়। আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করলে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশের দায়ের করা মামলায় তাদের এ রিমান্ড দেন আদালত।
ঘটনার প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে আনিসুর রহমানের নেতৃত্বে ভাস্কর্যে হামলা চালানো হয়। তার সঙ্গে ছিল সবুজ হোসেন ও হৃদয় আহম্মেদ। এই ঘটনা দেখে ফেলে কলেজের নৈশপ্রহরী খলিলুর রহমান। পরে পুলিশের হাতে আটক হয়ে ঘটনার কথা স্বীকার করেন কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান।
১৮৭৯ সালের ৭ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বাংলা অঞ্চলের কয়াগ্রামে (বর্তমান কুষ্টিয়া) জন্মগ্রহণ করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। ব্রিটিশ বিরোধী আন্দোলনে অত্যন্ত সাহসী ভূমিকার জন্যে তার নাম হয় বাঘা যতীন।
প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র অভ্যুত্থান গড়ে তোলেন তিনি। সেই অভ্যুত্থানের এক পর্যায়ে মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩৫ বছর বয়সে মারা গেছেন এই বিপ্লবী।
আরও পড়ুন : কুষ্টিয়ায় এবার বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর
ভয়েস টিভি/এমএইচ
সর্বশেষ সংবাদ