Printed on Tue May 11 2021 6:55:26 AM

রাজধানীতে বাস-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
বাস-সিএনজি সংঘর্ষে
বাস-সিএনজি সংঘর্ষে
রাজধানীর মতিঝিলে বাস ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম নুসাইবা আক্তার (১০)। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

৪ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টার দিকে জীবন বীমা টাওয়ারের সামনে গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে নিহত শিশুর ভাই জাকির হোসেন (২৩), তার স্ত্রী শিউলী আক্তার (১৯) ও নানী রওশন আরার (৬৫) নাম জানা গেছে। সিএনজিচালকের নাম জানা যায়নি। তার অবস্থা গুরুতর।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনির হোসেন মোল্লা জানান, সকালে জীবন বীমা টাওয়ারের সামনে গোলচত্বরে যাত্রীবোঝাই একটি অটোরিকশা ও আল-মক্কা নামে একটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা পাঁচজন যাত্রী আহত হন।

তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে নুসাইবা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দসহ এর চালককে আটক করা হয়েছে। এছাড়া ওই সিএনজিতে থাকা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তারা দক্ষিণ কেরানীগঞ্জের বাসিন্দা।

এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/26496
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ