Printed on Wed Jun 23 2021 11:54:03 PM

বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি
সারাদেশ
বাহুবলে
বাহুবলে
হবিগঞ্জের বাহুবলে সিএনজি অটোরিক্সা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

২৯ মে শনিবার দুপুরে বাহুবলের ঢাকা-সিলেট মহাসড়কের পুরাতন সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার বানিয়াচঙ্গ উপজেলার চানপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে জমির উদ্দিন (৩০) এবং একই উপজেলার তকবাজখানি গ্রামের মো.শাহবাজ মিয়ার পুত্র শাকিল আহমেদ (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাহুবলের ঢাকা-সিলেট মহাসড়কের পুরাতন সড়কে হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গল গামী একটি মোটরসাইকেলের সঙ্গে উল্টো দিক থেকে আসা সিএনজির সাথে উপজেলার ভাদেশ্বর নতুন বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে দুই মোটর সাইকেল আরোহী আহত হয়।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহতদের পুলিশ ও স্থানীয়রা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা মোটরসাইকেল নিয়ে শ্রীমঙ্গল ঘুরতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/45498
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ