Printed on Fri Aug 06 2021 3:54:53 AM

বিচ্ছেদের পর কারগিলে একসঙ্গে আমির-কিরণ

বিনোদন ডেস্ক
বিনোদন
বিচ্ছেদের
বিচ্ছেদের
দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন বলিউড সুপারস্টার আমির খান ও কিরণ রাও। গত ৩ জুলাই তারা একটি লিখিত বিবৃতির মাধ্যমে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। আচমকা সেই খবরে বলিউডপ্রেমীরা হয় বিস্মিত।

তবে বিচ্ছেদ হয়ে গেলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রয়েছেন আমির-কিরণ। এমনকি তারা একসঙ্গে নতুন সিনেমার শুটিংও করছেন। ভারতের অপূর্ব সুন্দর অঞ্চল লাদাখে চলছে ‘লাল সিং চাড্ডা’ সিনেমার চিত্রায়ণ। সেখানেই এক ফ্রেমে দেখা দিয়েছেন সদ্য আলাদা হওয়া এ দম্পতি।

বিচ্ছেদের

হলিউডের বিখ্যাত সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর অফিশিয়াল রিমেক ‘লাল সিং চাড্ডা’। এটি পরিচালনা করছেন অদ্বৈত চন্দন। সিনেমাটিতে আমির খানের বিপরীতে আছেন কারিনা কাপুর। তবে বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুনার পুত্র অভিনেতা নাগা চৈতন্য। এটিই হতে যাচ্ছে চৈতন্যের প্রথম হিন্দি সিনেমা।

৯ জুলাই নাগা চৈতন্য তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন। যেখানে আমির খান, কিরণ রাও এবং অদ্বৈত চন্দনের সঙ্গে হাসিমাখা মুখে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ছবিটি প্রকাশ্যে আসার পর মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।

আমির ও কিরণ বিচ্ছেদের বিবৃতিতেই বলেছিলেন, তারা আলাদা হয়ে গেলেও একসঙ্গে কাজ করবেন। সন্তান আজাদ এবং পানি ফাউন্ডেশনের জন্য মিলেমিশে কাজ করবেন। সপ্তাহ না পেরোতেই ঠিকই নিজেদের কথার প্রমাণ দিলেন তারা।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/48688
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ