Printed on Tue Jun 06 2023 9:32:33 AM

পশ্চিমবঙ্গে মমতার হ্যাটট্রিক নাকি বিজেপি?

নিজস্ব প্রতিবেদক
বিশ্ব
বিজেপি
বিজেপি
পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিল রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস, বিজেপি আর কংগ্রেস-বাম জোট। নির্বাচনী আবহ, বিভিন্ন বুথফেরত সমীক্ষার ফল বলছে, লড়াই মূলত তৃণমূল ও বিজেপির মধ্যে। আট দফার নির্বাচনের ফল ঘোষণা আজ রোববার। ইতোমধ্যে শুরু হয়েছে ভোট গণনা।

ভারতীয় সময় আজ সকাল ৮টা (বাংলাদেশ সাড়ে ৮টা) থেকেই পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯২টি আসনের ভোট গণনা শুরু হয়েছে। বিধানসভার মোট আসন ২৯৪টি থাকলেও নির্বাচনের মধ্যে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনের নির্বাচন স্থগিত হয়। ফলে, কড়া নিরাপত্তা ও ভয়াবহ করোনা আবহের মধ্যেই ২৯২টি আসনের ভোট গণনা শুরু হয়েছে।

আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ১২৬টি আসনে এগিয়ে তৃণমূল। বিজেপি এগিয়ে ১০৯টি আসনে। বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে ৪টি আসনে।

তবে ভারতের আরেক বাংলা সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, ১৩৩টি আসনে এগিয়ে তৃণমূল এবং বিজেপি এগিয়ে রয়েছে ১১৭টি আসনে। বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে ৫টি আসনে।

তবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল এগিয়ে গেলেও নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পিছিয়ে পড়েছেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে।

আজ নির্বাচনের মূল লক্ষ্য নন্দীগ্রাম। পূর্ব মেদিনীপুরের এই আসনেই লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার প্রতিদ্বন্দ্বী তারই একসময়ের ডান হাত, মন্ত্রিসভার সাবেক সদস্য শুভেন্দু অধিকারী। তাই শুধু রাজ্যবাসী নয়, গোটা দেশই এখন তাকিয়ে আছে নন্দীগ্রামের দিকে। কে জেতে, কে হারে নন্দীগ্রামে ? মমতা, না শুভেন্দু।

নন্দীগ্রাম আজ দৃশ্যত উত্তেজনায় কাঁপছে। এই আসনের ফল গণনা হবে নন্দীগ্রাম থেকে ৬৭ কিলোমিটার দূরে হলদিয়ার গভর্নমেন্ট স্পনসরড হাইস্কুলে। সেই ভোটকেন্দ্রের ভোট গণনা দেখতে গতকাল শনিবার বিকেলে ও রাতে ছুটে গেছেন তৃণমূল ও বিজেপির বহু নেতা–নেত্রী। মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান গতকালই রাতেই হলদিয়ায় চলে গেছেন ভোট গণনায় যোগ দিতে। রাতে হোটেলে থেকে আজ সকালে দলবল নিয়ে ভোট গণনাকেন্দ্রে যাবেন। অন্যদিকে, বিজেপি নেতা প্রলয় পালসহ অন্য বিজেপি নেতারা সেখানে গেছেন। তবে মমতা আজ এখানে আসবেন না। তিনি দক্ষিণ কলকাতার নিজের কালীঘাটের বাড়িতে অবস্থান করে ভোটের ফলাফলের ওপর নজর রাখবেন।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/43499
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ