Printed on Mon Jul 26 2021 3:24:29 AM

বিজ্ঞানীদের সাফল্য, ‘সুবর্ণ রুই’ উদ্ভাবন

কামরুজ্জামান মিন্টু, ময়মনসিংহ প্রতিনিধি
সারাদেশ
বিজ্ঞানীদের সাফল্য
বিজ্ঞানীদের সাফল্য
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিজ্ঞানীরা জেনেটিক গবেষণার মাধ্যমে রুই মাছের চতুর্থ প্রজন্মের একটি নতুন জাত উদ্ভাবন করেছেন। দীর্ঘ এক যুগের চেষ্টায় নতুন এই জাতটির নামকরণ করা হয়েছে ‘সুবর্ণ রুই’। চাষি, হ্যাচারি মালিক ও উদ্যোক্তাদের কাছে নতুন এ জাতটি বিশেষ গুরুত্ব পাবে এবং মাঠ পর্যায়ে দ্রুত সম্প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্নিষ্টরা।

বিএফআরআই থেকে জানা যায়, রুই মাছের নতুন এই জাতটি দ্রুত বর্ধনশীল, মূল জাতের চেয়ে ২০ দশমিক ১২ শতাংশ অধিক উৎপাদনশীল, খেতে সুস্বাদু এবং দেখতে লালচে ও আকর্ষণীয়।

হ্যাচারিতে উৎপাদিত কার্প জাতীয় মাছের কৌলিতাত্ত্বিক অবক্ষয় ও অন্তঃপ্রজননজনিত সমস্যা মৎস্য চাষ উন্নয়নে বিশেষ অন্তরায়। এ থেকে উত্তরণের জন্যেই ‘সুবর্ণ রুই’ উদ্ভাবন করা হয়েছে।

বিএফআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শাহা আলী জানান, হালদা, যমুনা ও ব্রহ্মপুত্রের রুই মাছের মধ্যে দ্বৈত এ্যালিল ক্রসিংয়ের মাধ্যমে ৯ টি গ্রুপ থেকে প্রথমে বেইজ পপুলেশন তৈরি করা হয়। পরে বেইজ পপুলেশন থেকে ডিটেকটিভ ব্রিডিংয়ের মাধ্যমে ২০০৯ সালে রুই মাছের উন্নত জাতের ১ম প্রজন্মের মাছ উদ্ভাবন করা হয়েছে।

পরবর্তীতে সিলেকটিভ ব্রিডিংয়ের মাধ্যমে রুই মাছের ২য় ও ৩য় প্রজন্মের জাত উদ্ভাবন করা হয়। সবশেষে ২০২০ সালে উন্নত জাতের ৪র্থ প্রজন্মের জাত উদ্ভাবনে সাফল্য আসে। ১০ জুন বৃহস্পতিবার বিএফআরআইয়ের ময়মনসিংহস্থ সদর দফতরে আনুষ্ঠানিকভাবে আলোচনাসভা শেষে নতুন জাতের এ মাছটি অবমুক্ত করা হয় এবং হ্যাচারী মালিকদের নিকট এ মাছের পোনা হস্তান্তর করা হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চতুর্থ প্রজন্মের মাছটির নামকরণ করা হয়েছে ‘সুবর্ণ রুই’।

এ বিষয়ে বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ বলেন, নতুন উদ্ভাবিত এ মাছ মাঠপর্যায়ে সম্প্রসারণ হলে দেশে প্রায় ৮০ হাজার কেজি মাছ বেশি উৎপাদন হবে। যার বাজার মূল্য দাঁড়াবে দুই কোটি ৪০ লাখ টাকা।

তিনি বলেন, ‘সুবর্ণ রুই’ মাছ স্বাদু পানি ও আধা-লবণাক্ত পানির পুকুর, বিল, বাঁওড় এবং হাওরে চাষ করা যাবে। এছাড়া এ জাতের রেণু পোনা হ্যাচারি থেকে সংগ্রহ করে নার্সারি ব্যবস্থাপনার মাধ্যমে অনেকেই লাভবান হতে পারবে। অর্থাৎ দ্রুতবর্ধনশীল এই মাছটি চাষিদের মুখে হাসি ফুটাবে।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/46574
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ