Printed on Sat Apr 01 2023 11:27:50 AM

চট্টগ্রামে গুলি করে হত্যা: বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি
সারাদেশ
বিদ্রোহী
বিদ্রোহী
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে গুলি করে আওয়ামী লীগ কর্মীকে হত্যার ঘটনায় নগরীর ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী আবদুল কাদেরকে প্রধান আসামি করে ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

১৩ জানুয়ারি বুধবার সকালে নিহত আজগর আলী বাবুল সর্দারের ছেলে সেজান মাহমুদ সেতু বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন।

এতে ১৩ জনের নাম উল্লেখ করা হলেও অন্যদের অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ কুমার দাশ ভয়েস টেলিভিশনকে বলেন, ১৩ জনের নাম উল্লেখ করে এবং ২৭ জনকে অজ্ঞাত আসামি করে মোট ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ছেলে। এ মামলাটি নগর গোয়েন্দা পুলিশ তদন্ত করবে।

মামলার উল্লেখিত আসামিরা হলেন- মো. আবদুল কাদের প্রকাশ মাছ কাদের (৫০), হেলাল উদ্দিন প্রকাশ হেলাল (৪০), ওবাইদুল করিম মিন্টু (৪৫), আবদুল ওয়াদুদ রিপন (৪২), আবদুর রহিম রাজু (৪৫), আসাদ রায়হান (৩৫), আলাউদ্দিন আলো (৩৫), ইমরান হোসেন ডলার (২৪), দিদার উল্লাহ (৪৮), সালাউদ্দিন সরকার (৪৫), দেলোয়ার রশিদ (৪২), মো. আলমগীর (৪৫) ও আবদুন নবী (৪৭)।

এর আগে পোস্টার ছেড়াকে কেন্দ্র করে গতকাল ১২ জানুয়ারি রাতে নগরীর আগ্রাবাদ ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের মগপুকুর পাড় এলাকায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও ‘বিদ্রোহী’ প্রার্থী এবং সাবেক কাউন্সিলর মো. আবদুল কাদেরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে

এ ঘটনায় গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে নেয়া হলে মো. আজগর আলী বাবুল প্রকাশ বাবুল সর্দার (৫২) নামে একজন মারা যান। তিনি একই এলাকার মৃত নজির আহমদের ছেলে এবং আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের সমর্থক।

এ ঘটনার পর রাতভর পুলিশ অভিযান চালিয়ে বিদ্রোহী কাউন্সিল প্রার্থী মাছ কাদেরসহ তার ২৫ সমর্থককে গ্রেফতার করেছে

আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/31961
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ