Printed on Tue May 18 2021 12:34:07 AM

নীলফামারীতে ভাস্কর্য নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদ

নীলফামারী প্রতিনিধি
সারাদেশ
বিভ্রান্তি ছড়ানোর
বিভ্রান্তি ছড়ানোর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে বিরোধীতার নামে জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন করা হয়েছে। ২ ডিসেম্বর বুধবার দুপুরে শহরের বঙ্গবন্ধুর চত্বরে এ কর্মসুচী পালন করে জেলা মহিলা আওয়ামী লীগ। এর আগে আগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া ইসলাম রুপালি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদা খানমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।

এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, জেলা যুব মহিলা লীগের সভাপতি সান্তনা চক্রবর্তি, সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী, যুগ্ম সাধারণ সম্পাদক রতনা সিনহা, সাংগঠনিক সম্পাদক শিল্পি রায় প্রমুখ।

বক্তারা বলেন, জাতির পিতার ভাস্কর্য নির্মাণে বিরোধীতার নামে বিএনপি জামায়াতের মদদপুষ্ট উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।
কারণ তারা বিভ্রান্তি ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। কিন্তু মানুষ সজাগ রয়েছে। বিভ্রান্তিতে কান না দিয়ে তাদের প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বিরোধীতার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ

ভয়েস টিভি/এমএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/26268
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ