Printed on Mon Jul 26 2021 5:56:37 AM

বিয়ের দুই মাস পরই মা হওয়ার খবর দিলেন বলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক
বিনোদন
দুই মাস
দুই মাস
অস্ট্রেলিয়ায় বসবাসকারী চিকিৎসক তুষাণ ভিন্দির সঙ্গে গত ১৫ মে গোপনে গাঁটছড়া বেঁধেছেন বলিউড অভিনেত্রী ইভিলিন শর্মা। গত জুন মাসে বিয়ের খবর সকলকে জানান 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' খ্যাত অভিনেত্রী। আর বিয়ের দুমাসের মাথায় এবার মা হওয়ার সুখবর দিলেন ইভিলিন।

মা হওয়ার খবরে উচ্ছ্বসিত ইভিলিন জানান, ''আমরা এখন সুন্দর সময় কাটাচ্ছি। জন্মদিনে এটাই আমার কাছে সেরা উপহার হতে চলেছে। আমরা ভবিষ্যতে ওই মুহূর্তটির অপেক্ষায় রয়েছি। আমাদের শিশু সন্তান অস্ট্রেলিয়াতেই জন্ম নেবে। তারপর পরিস্থিতি স্বাভাবিক হতেই নবজাতককে নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাব।''

১১ জুলাই রোববার ব্যালকনিতে শুয়ে হলুদ বিকিনিতে নিজের একটি ছবি পোস্ট করেছেন ইভিলিন । যেখানে তার বেবি বাম্প বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। ক্যাপশানে অভিনেত্রী লিখেছেন, ‘ওকে কোলে নেয়ার জন্য আর ধৈর্য ধরতে পারছি না।’

২০১৮ সালে চিকিৎসক তুষাণ ভিন্দির সঙ্গে পরিচয় হয় ইভিলিন শর্মারভ ২০১৯ সালে সিডনিতে জার্মান সুন্দরীকে বিয়ের প্রস্তাব দেব তুষাণ।

‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘ইয়ারিয়াঁ’, সাহু সহ একাধিক ছবিতে অভিনয় করেছে ইভিলিন।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/48762
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ