বীর মুক্তিযোদ্ধা শাহরিয়ার রুমীর প্রথম মৃত্যুবার্ষিকী


কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা উপ-পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নেতা, ফরিদপুর ছাত্রলীগের সাধারন সম্পাদক, ফরিদপুর রাজেন্দ্র কলেজ সংসদের ভিপি ও জিএস এম এম শাহরিয়ার রুমীর প্রথম মৃত্যুবার্ষিকী ২৪শে মার্চ । তিনি স্বাধীনতার অন্যতম সংগঠক মরহুম শামসুদ্দীন মোল্লার জেষ্ঠ্যপুত্র। ১৯৭৫ এ জাতির পিতার নির্মম হত্যার পরে আন্দোলন সংগ্রামে দেশ ত্যাগে বাধ্য হন। শাহরিয়ার রুমী স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্র নেতা ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি ক্রীড়াঙ্গনেও অবদান রেখেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য, ঢাকা আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সদস্য ও ফরিদপুর জেলা আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে, ২৪শে মার্চ বেলা ১১:০০ টায়, মিরপুর কেন্দ্রীয় মুক্তিযাদ্ধা কবরস্হানে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও কবরস্হা সংলগ্ন মসজিদে বাদ জোহর দোয়ার আয়োজন করা হয়েছে। তাঁর প্রানের শহর ফরিদপুরেও নানা আয়োজনে স্মরন করা হবে এই কৃতিমান মানুষটিকে। শামসুদ্দীন মোল্লা স্মৃতি সংসদ ও পরিবারের পক্ষ থেকে সবাইকে এই আয়োজনে সামিল হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
সর্বশেষ সংবাদ