Printed on Tue Sep 21 2021 4:20:32 PM

গোপালগঞ্জে ৩ মিনিটের ব্যবধানে বৃদ্ধাকে দুইবার টিকা

গোপালগঞ্জ প্রতিনিধি
সারাদেশ
বৃদ্ধাকে দুইবার টিকা
বৃদ্ধাকে দুইবার টিকা

গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল টিকাকেন্দ্রে করোনার টিকা নিতে যান মমতাজ বেগম (৬৫)। অভিযোগ উঠেছে, একই সময়ে ওই বৃদ্ধাকে দুইবার টিকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।


টিকা নেওয়া ওই বৃদ্ধা পৌরসভার ৩ নং ওয়ার্ডের বেদগ্রাম ফায়ার সার্ভিস রোডের নওয়াব আলী চৌধুরীর স্ত্রী।


মমতাজ বেগম বলেন, লাইনে দাঁড়িয়ে থেকে দুপুর ১২টার দিকে আমি টিকাকেন্দ্রে গিয়ে টিকার কার্ড জমা দেই এবং মহিলা কক্ষে ঢুকে বেঞ্চে গিয়ে বসি। আমার আগে আরো চারজন মহিলা ছিলেন, তাদের টিকা দেয়ার পর একজন নার্স এসে আমাকে টিকা দেয়। টিকা দেওয়ার পর মাথাটা কেমন একটু ঘুরছিলো। টিকার স্থান চেপে ধরে বেঞ্চেই বসে থাকি। ২-৩ মিনিট পরে অন্য একজন নার্স এসে আমাকে বলে তাড়াতাড়ি হাত সরান, এই বলে আরো একটা টিকা দিলো। আমাকে কিছুই বলার সুযোগ দেয়নি। পরে আমি তাদের বলেছিলাম, আমি তো একটু আগে একবার টিকা নিয়েছি, এবার কি দুইটা নিতে হবে? এরপর আমি বার বার বলেছিলাম আমাকে আবার টিকা দেওয়া হলো কেন?


তবে এ বিষয়ে কর্তব্যরত নার্সের সাথে কথা বলা সম্ভব হয়নি।


সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ বলেন, বৃদ্ধাকে দুইবার টিকা দেওয়া হয়েছে। বিষয়টা আমি শুনেছি। আমি মকসুদপুর উপজেলা গিয়েছিলাম। এ বিষয়ে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার সাকিবুর রহমান বলতে পারবেন।


ডাঃ সাকিবুর রহমান বলেন, বিষয়টি আমি জানার পর টিকা গ্রহনকারি ও ওই নার্সের সাথে কথা বলেছি। আমার মনে হয়েছে তাকে দুইটি টিকা দেওয়া হয়েছে। নার্স আমাকে জানিয়েছেন, টিকা গ্রহনকারি প্রথম টিকা নেওয়ার পর হাত বের করে বেঞ্চ বসেছিলো। তাই মনে করেছিলেন তিনি টিকা নিবেন। নার্স দ্বিতীয় বার দিতে গেলে বৃদ্ধা একটা নিয়েছি জানালে আর দেয়নি। শুধু সুচের খোঁচা লেগেছে।

ভয়েস টিভি/ এএন
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/50914
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ