বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে ‘পরানে পরান বাধিয়া’


‘পরানে পরান বাধিয়া’ মুক্তি পাচ্ছে ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। চলচ্চিত্রটি দেখা যাবে শুধুমাত্র সিনেবাজ অ্যাপে। সিনেমাটির পরিবেশনায় রয়েছে শাপলা মিডিয়া।
২ ফেব্রুয়ারি বুধবার রাতে শাপলা মিডিয়ার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি জানানো হয়েছে।
আকাশ আচার্য্যের পরিচালনায় ও পিংকি খান প্রযোজিত টপ নাইন মুভি নিবেদিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন— রিপন গাজী, রাজন, বিপাশা কবির, মারিয়া মাইশা,রেবেকা, জয়রাজ, সোমা আকাশ, আশরাফ টুলু ও অনজলি।
সিনেমাটিতে নৃত্য পরিচালনা করেছেন সাইফ খান কালু। আর সংগীত পরিচালনা করেন রাফাত।
তৌহিদ জামানের সম্পদনায় ও শাহীন সুমন এবং অপূর্ব রায়ের সার্বিক তত্ত্বাবধানে ছবিতে কন্ঠ দিয়েছেন— রাফাত, কাজী শুভ, কনা ও মমতাজ।
সিনেবাজ অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ভয়েসটিভি/এএস
২ ফেব্রুয়ারি বুধবার রাতে শাপলা মিডিয়ার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি জানানো হয়েছে।
আকাশ আচার্য্যের পরিচালনায় ও পিংকি খান প্রযোজিত টপ নাইন মুভি নিবেদিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন— রিপন গাজী, রাজন, বিপাশা কবির, মারিয়া মাইশা,রেবেকা, জয়রাজ, সোমা আকাশ, আশরাফ টুলু ও অনজলি।
সিনেমাটিতে নৃত্য পরিচালনা করেছেন সাইফ খান কালু। আর সংগীত পরিচালনা করেন রাফাত।
তৌহিদ জামানের সম্পদনায় ও শাহীন সুমন এবং অপূর্ব রায়ের সার্বিক তত্ত্বাবধানে ছবিতে কন্ঠ দিয়েছেন— রাফাত, কাজী শুভ, কনা ও মমতাজ।
সিনেবাজ অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ভয়েসটিভি/এএস
সর্বশেষ সংবাদ