Printed on Sat Apr 01 2023 10:59:03 AM

দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে একযোগে সাইবার হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রযুক্তি
বেসরকারি
বেসরকারি
সাইবার হামলার শঙ্কায় বাংলাদেশ ব্যাংকসহ দেশের কয়েকটি আর্থিক ও সরকারি প্রতিষ্ঠানকে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম-সিআইআরটি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে সাইবার অপরাধ তদন্তে সরকারের বিশেষায়িত এই সংস্থাটির বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ পুলিশ, করোনা-বিডি, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও বিকাশসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাইবার হামলার মুখে পড়ার তথ্য এসেছে।

‘ক্যাসাব্লাংকা’ নামের একটি হ্যাকার গ্রুপকে এর জন্য দায়ী হিসেবে চিহ্নিত করেছে সিআইআরটির সাইবার থ্রেট গবেষণা দল। '

১৫ ফেব্রুয়ারি দেশের শীর্ষস্থানীয় এসব প্রতিষ্ঠানে সাইবার হামলা ঘটার কথা তারা জানিয়েছে এবং সেগুলোক উচ্চ হুমকির হামলা হিসেবেও চিহ্নিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখনই কোনো আর্থিক লাভের জন্য এই হামলা চালানোর ইঙ্গিত পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে এটি মারাত্মক হুমকির হতে পারে, যা গুরুত্বপূর্ণ তথ্য চুরি বা বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হতে পারে।

হ্যাকাররা সরকারের করোনাভাইরাস সংক্রান্ত ওয়েবসাইটের আদলে ভুয়া ওয়েব পোর্টাল তৈরি করে মানুষকে টিকার বিষয়ে বিভ্রান্ত করতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এবং সাইবার হামলার শিকার হওয়া প্রতিষ্ঠানগুলোর সকল কর্মী, গ্রাহক ও ভোক্তাদের সাইবার নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার কথা বলা হয়েছে।

সন্দেহজনক বিষয়ে এই ঠিকানায় যোগাযোগের অনুরোধও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/36292
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ