Printed on Sat May 15 2021 8:51:11 PM

মামুনুলের ‌‘ভাগ্য নির্ধারণে’ বৈঠকে হেফাজত নেতারা

নিজস্ব প্রতিবেদক
রাজনীতি
বৈঠকে
বৈঠকে
সোনারগাঁওয়ে রিসোর্টকাণ্ডে বিতর্কিত হেফাজন নেতা হেফাজতে মামুনুল হকের বিষয়ে সিদ্ধান্ত নিতে চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় বৈঠকে বসেছে সংগঠনটির নীতিনির্ধারকরা। ১১ এপ্রিল রোববার বেলা সাড়ে ১১টায় এই বৈঠক শুরু হয়েছে।

সংগঠনের আমির ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক জুনায়েদ বাবুনগরীর সভাপতিত্বে সভায় সংগঠনের প্রায় ৩৫ জন কেন্দ্রীয় নেতা উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।।

এদিকে হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমকে জানান, দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ও গ্রেফতারের বিষয়টি সভায় আলোচনার এজেন্ডা হিসেবে রয়েছে। এ ছাড়া সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিষয়ে আলোচনা হবে। তা ছাড়া মাদ্রাসা বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে বলেও জানান তিনি।

এদিকে হেফাজতের একটি সূত্র জানিয়েছে, সংগঠনের জামায়াতপন্থী নেতারা মামুনুল হককে স্বপদে বহাল রাখার ব্যাপারে সচেষ্ট রয়েছেন। তবে অন্যরা মামুনুল হকের সাম্প্রতিক কর্মকাণ্ডকে তার ‘ব্যক্তিগত’ বিষয় হিসেবে দেখছেন। একই সঙ্গে তার এমন কর্মকাণ্ডে সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার স্বার্থে মামুনুল হককে সংগঠনের কার্যক্রমে নিষ্ক্রিয় রাখার পক্ষেও মত দিয়েছেন।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/41515
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ