Printed on Sun Jun 20 2021 4:51:16 AM

ভারত-বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
বৈঠক শুরু
বৈঠক শুরু
ঢাকা: সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে দেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের বৈঠক শুরু হয়েছে। আজ বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুপুর পৌনে ১টার দিকে শুরু হয় এ দ্বিপক্ষীয় বৈঠক।

এর আগে সকালে সাক্ষাৎ করেন সাবেক পররাষ্ট্র সচিব শহিদুল হক ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা দাস গাঙ্গুলীর সাথে।

অন্যদিকে শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ প্রতিদিন এর সম্পাদক নইম নিজাম, ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু ও দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবীর এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন শ্রিংলা। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। করোনা পরিস্থিতিতে দুদেশের সম্পর্কে কোনো দূরত্ব তৈরি হয়নি। বিষয়টি তুলে ধরতেই ভারতীয় পররাষ্ট্র সচিবের এই সফর।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/টিআর
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/10601
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ