Printed on Sat Jun 19 2021 3:52:23 AM

বোদায় পৃথক স্থানে ২ জনের আত্মহত্যা

পঞ্চগড় প্রতিনিধি
সারাদেশ
বোদায়
বোদায়
প্রতীকী ছবি
পঞ্চগড়ের বোদা উপজেলায় পৃথক পৃথক স্থানে নারীসহ ২ জন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

১১ জুন শুক্রবার সকালে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের পশ্চিম লাঠুয়াপাড়া ও ধরধরা হাট প্রধানপাড়ায় এলাকায় এই ঘটনাটি দুটি ঘটে।

নিহতরা হলেন- চন্দনবাড়ি ইউনিয়নের পশ্চিম লাঠুয়াপাড়া এলাকার আলমগীরের স্ত্রী শহিদা বেগম (৫০) ও ধরধরা হাট প্রধানপাড়ায় এলাকায় সুরেশ চন্দ্র বর্মনের ছেলে হইসানজু বর্মন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্বশুর শাশুড়ির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাড়িতে মিলাদ মাহফিল করা হয়। করোনার কারণে তিনবছর পর ১০ জুন বৃহস্পতিবার সন্ধায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে সবাই খেলেও শহিদা মিলাদের খিচুড়ি খায়নি, সে সাদা ভাত খাবে বলে। এর মাঝে কথা কাটাকাটি হলে ছেলের কথায় মা শহিদা বেগম অভিমান করে রাতে বাড়ি থেকে বের হয়ে যায়। তখন কেউ পিছে পিছে না গেলেও কিছুক্ষণ পর তারা খোঁজাখুঁজি করে রাত দুইটা পর্যন্ত খুঁজে না পেয়ে সবাই বাড়ি চলে যায়। সকালবেলা একজন লোক গরু বাঁধতে গিয়ে বাড়ি থেকে ৫'শ গজ দূরে আমবাগানে লাশ ঝুলতে দেখে বাড়িতে জানায়। খবর পেয়ে থানা পুুুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

এদিকে, হইসানজু বর্মন দীর্ঘদিন যাবৎ শারিরিক ও মানসিক ভাবে অসুস্থ ছিলে। ১১ জুন শুক্রবার ভোর রাত সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত যে কোনো সময় বাড়ির পূর্বদিক আমগাছের ডালে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/46558
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ