বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১


নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে তৌহিদুল ইসলাম সাগর (২৫) নামে একজন নিহত হয়েছে। এতে এক বিদেশি নাগরিক আহত হয়। ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে গুনাইঘাটি নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত সাগর পাবনার ইশ্বরদী উপজেলার মধ্যেখোলা কলোনি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ওই মাইক্রোবাসের চালক বলে জানা গেছে। আহত গারজিনা রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফোরম্যান ও রাশিয়ার নাগরিক।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, সকালে নাটোর-পাবনা মহাসড়কে গুনাইঘাটি এলাকায় নাটোর থেকে পাবনাগামী ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৩-১৭৯০) সঙ্গে পাবনা থেকে ঢাকাগামী মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ ১৯-৩২৩৯) সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে সাগরকে আহত অবস্থায় উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অন্যদিকে বিদেশী নাগরিক গারজিনাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।
ট্রাকের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে বলে জানান ওসি।
ভয়েস টিভি/এমএইচ
নিহত সাগর পাবনার ইশ্বরদী উপজেলার মধ্যেখোলা কলোনি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ওই মাইক্রোবাসের চালক বলে জানা গেছে। আহত গারজিনা রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফোরম্যান ও রাশিয়ার নাগরিক।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, সকালে নাটোর-পাবনা মহাসড়কে গুনাইঘাটি এলাকায় নাটোর থেকে পাবনাগামী ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৩-১৭৯০) সঙ্গে পাবনা থেকে ঢাকাগামী মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ ১৯-৩২৩৯) সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে সাগরকে আহত অবস্থায় উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অন্যদিকে বিদেশী নাগরিক গারজিনাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।
ট্রাকের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে বলে জানান ওসি।
ভয়েস টিভি/এমএইচ
সর্বশেষ সংবাদ