Printed on Sun May 16 2021 6:38:49 PM

৫ দিনের সফরে ঢাকায় ভারতের সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
পশ্চিমবঙ্গ
ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান
৫ দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের আমন্ত্রণে তার এ সফর বলে জানিয়েছে ঢাকায় ভারতীয় হাই কমিশন।

৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে তিনি ঢাকায় পৌঁছেই সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাপ্রধানের সঙ্গে তার স্ত্রী বীণা নরভানে এবং দুই সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে।

আগামী ১২ এপ্রিল সোমবার  বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উপলক্ষে ‘শান্তির অগ্রসেনা’ শীর্ষক যৌথ সামরিক অনুশীলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন জেনারেল নরভানে।

গত ৪ এপ্রিল থেকে শুরু হওয়া এই অনুশীলনে বাংলাদেশি ও ভারতীয় সেনা সদস্যদের পাশাপাশি ভুটান ও শ্রীলঙ্কার সেনাবাহিনী অংশ নিচ্ছে। এই অনুশীলনে সামরিক পর্যবেক্ষক থাকছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, সৌদি আরব, কুয়েত এবং সিঙ্গাপুর থেকে।

এ সফরে জেনারেল নরভানে বাংলাদেশের সেনা, নৌ ও ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিভিন্ন সামরিক ঘাঁটি পরিদর্শনের পাশাপাশি জাতিসংঘের শান্তির সমর্থনে অপারেশন সম্পর্কিত একটি সেমিনারে মূল বক্তব্য দেবেন ভারতীয় সেনাপ্রধান।

১১ এপ্রিল সেনাবাহিনীর মাল্টিপারপাস কমপ্লেক্সে ওই সেমিনারের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।

ভারতের সেনাপ্রধানের এই সফর দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

ভয়েস টিভি/ডি
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/41296
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ