Printed on Sun May 09 2021 4:16:25 AM

ভালো আছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
রাজনীতি
ভালো
ভালো
মহামারি করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো রয়েছে। ১৩ এপ্রিল মঙ্গলবার বিকেলে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন এ তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার দুপুরে তার গুলশানের বাসভবন ফিরোজায় যান ব্যক্তিগত চিকিৎসক দল।

করোনা সংক্রমিত কি না তা জানতে ১০ এপ্রিল শনিবার পরীক্ষার জন্য নমুনা দেয়া হলে রিপোর্ট পজিটিভ আসে খালেদা জিয়ার।

বিভিন্ন সূত্রে জানা যায়, ফিরোজায় আরও ৯ জন স্টাফও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বিকেলে জানান, তিনি (খালেদা জিয়া) ভালো আছেন, তার অবস্থা স্থিতিশীল। বর্তমানে বাসায়ই ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

পারিবারিক সূত্র মতে, খালেদা জিয়ার বাসায় দায়িত্বরত নার্স রূপা আক্তার, গৃহকর্মী ফাতেমা বেগম ও স্টাফ আবুল খায়ের, আলমগীর, চান্দু, লালু, বাবুর্চি রতন, ড্রাইভার জালাল ও রহিম করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এই স্টাফদের কারো অবস্থাই ততটা গুরুতর নয়। ওই বাসায় রান্না করা খাবারই এখন খালেদা জিয়া খাচ্ছেন বলে জানা গেছে।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/41729
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ