ফেনি ভাষা শহীদ সালাম পরিবারে সংস্কৃতি মন্ত্রনালয়ের চেক বিতরণ


৫২ ভাষা সৈনিক শহীদ আবদুস সালামের পরিবারে চেক হস্তান্তর করেছেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের নিজ কার্যালয়ে সালামের ছোট ভাই আবদুল করিমের হাতে ১লক্ষ ২০হাজার টাকার এ চেকটি তুলে দেয়া হয়।
এ সময় জেলা প্রশাসক বলেন, ‘যে কোন প্রয়োজনে শহীদ পরিবারটির পাশে থাকবেন তিনি। পাশাপাশি ভাষা শহীদ আবদুস সালামের গ্রামের বাড়ী দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের লক্ষণপুর গ্রামে অবস্থিত ভাষা শহীদ সালাম স্মৃতি জাদুঘর ও ভাষা শহীদ আবদুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক খোঁজ খবর নেন’।
তিনি বলেন, ‘৫২ ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে ভাষার মাসে সংস্কৃতি মন্ত্রনালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর এই উপহার পৌঁছে দেওয়া হল’।
ভয়েসটিভি/এমএম
এ সময় জেলা প্রশাসক বলেন, ‘যে কোন প্রয়োজনে শহীদ পরিবারটির পাশে থাকবেন তিনি। পাশাপাশি ভাষা শহীদ আবদুস সালামের গ্রামের বাড়ী দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের লক্ষণপুর গ্রামে অবস্থিত ভাষা শহীদ সালাম স্মৃতি জাদুঘর ও ভাষা শহীদ আবদুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক খোঁজ খবর নেন’।
তিনি বলেন, ‘৫২ ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে ভাষার মাসে সংস্কৃতি মন্ত্রনালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর এই উপহার পৌঁছে দেওয়া হল’।
ভয়েসটিভি/এমএম
সর্বশেষ সংবাদ