Printed on Sun Jun 20 2021 4:52:29 AM

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর, উত্তাল ইবি

ইবি প্রতিনিধি
শিক্ষাঙ্গন
ভাস্কর্য
ভাস্কর্য
কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মানাধীন ভাস্কর্য ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এসব কর্মসূচি পালন করে।

বেলা সাড়ে ১১টায় দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে ইবি শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে সমাবেশ করে। এতে একাত্মতা ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ।

শাখা ছাত্রলীগ নেতা তৌকির মাহফুজ মাসুদের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন, শিশির ইসলাম বাবু, আলামীন জোয়াদ্দার, মিজানুর রহমান লালন ও ফয়সাল সিদ্দীকি আরাফাত। এসময় বঙ্গবন্ধু পরিষদ নেতা অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক আলমগীর হোসেন ভূইয়া, অধ্যাপক জাহাঙ্গির হোসেন, সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন প্রমুখ ব্ক্তব্য দেন।

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম’র ব্যানারে মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কাজী আখতার হোসেন, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক রেজওয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় আটক ৪ : স্বরাষ্ট্রমন্ত্রী

ভয়েস টিভি/এমএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/26861
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ